Ajker Patrika

সোনাহাট স্থলবন্দরে চার দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭: ২৬
সোনাহাট স্থলবন্দরে চার দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ টাকা

কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে চার দিন (২০ জুলাই–২৩ জুলাই) ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। 

আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাজ বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিককে সংসার চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। তাঁরা জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় ৫ হাজার শ্রমিক কয়েক দিন কোনো কাজ করতে পারেননি। এতে তাঁদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

বন্দরের চায়ের দোকানি আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যায়। এক দিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্টে আছি।’ 

ব্যবসায়ীরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পাথর পরিবহন করা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ঠিকভাবে মালপত্র পৌঁছানো যাচ্ছে না। 

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইন্টারনেট না থাকায় মালামাল খালাস করা যাচ্ছে না। ব্যবসায়ীরা পণ্য আনতে পারছেন না। এমনকি মালামাল বিক্রি করতেও সমস্যা হচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সরকারের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত