রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট চলছে। সামনে আরও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। দেশে তিন মাসের আমদানি ব্যয়ের রিজার্ভের দরকার থাকলেও আমাদের এখন ১১ বিলিয়ন ডলারও আছে কি না সন্দেহ আছে। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য অশনিসংকেত।’
আজ রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘বিদেশিরা বিনিয়োগ করে ডলারের অভাবে তাঁদের অর্থ ফেরত পাচ্ছেন না। আইএমএফ টাকা দিয়ে পাশে থাকলেও আমরা ডলার সংকটে বিদেশিদের কাছে ডিফল্ডার হয়ে গেছি। যার ফলশ্রুতিতে ভবিষ্যতে এ দেশের সঙ্গে কেউ আর ব্যবসা-বাণিজ্যে জড়াবে না। এসব অভ্যন্তরীণ বিষয় সরকার এখন নানাভাবে গোপন করছে, যা জনগণের স্বার্থবিরোধী।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে বহু টাকা লুটপাট হয়েছে। দেশের টাকা বিভিন্নভাবে অবাধে পাচার করতে সহায়তা করা হয়েছে। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর দশা।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শক্তিশালী দল বলে দাবি করলেও তাদের কার্যক্রম এখন দানবীয় শক্তির মতো। যার ফলে রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়ে ফেলেছে তারা।
জি এম কাদের আরও বলেন, চলমান নির্বাচনব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না। যার ফলে দেশের অধিকাংশ মানুষ নির্বাচন কেন্দ্রবিমুখ হচ্ছে। আগে জনগণের জন্য বটগাছের মতো ছায়ার দল ছিল আওয়ামী লীগ। এখন সেটি পরগাছায় রূপান্তরিত হয়েছে। এসব কারণে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম ইয়াছিরসহ স্থানীয় নেতা-কর্মীরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট চলছে। সামনে আরও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। দেশে তিন মাসের আমদানি ব্যয়ের রিজার্ভের দরকার থাকলেও আমাদের এখন ১১ বিলিয়ন ডলারও আছে কি না সন্দেহ আছে। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য অশনিসংকেত।’
আজ রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘বিদেশিরা বিনিয়োগ করে ডলারের অভাবে তাঁদের অর্থ ফেরত পাচ্ছেন না। আইএমএফ টাকা দিয়ে পাশে থাকলেও আমরা ডলার সংকটে বিদেশিদের কাছে ডিফল্ডার হয়ে গেছি। যার ফলশ্রুতিতে ভবিষ্যতে এ দেশের সঙ্গে কেউ আর ব্যবসা-বাণিজ্যে জড়াবে না। এসব অভ্যন্তরীণ বিষয় সরকার এখন নানাভাবে গোপন করছে, যা জনগণের স্বার্থবিরোধী।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে বহু টাকা লুটপাট হয়েছে। দেশের টাকা বিভিন্নভাবে অবাধে পাচার করতে সহায়তা করা হয়েছে। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর দশা।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শক্তিশালী দল বলে দাবি করলেও তাদের কার্যক্রম এখন দানবীয় শক্তির মতো। যার ফলে রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়ে ফেলেছে তারা।
জি এম কাদের আরও বলেন, চলমান নির্বাচনব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না। যার ফলে দেশের অধিকাংশ মানুষ নির্বাচন কেন্দ্রবিমুখ হচ্ছে। আগে জনগণের জন্য বটগাছের মতো ছায়ার দল ছিল আওয়ামী লীগ। এখন সেটি পরগাছায় রূপান্তরিত হয়েছে। এসব কারণে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম ইয়াছিরসহ স্থানীয় নেতা-কর্মীরা।
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
২৯ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৩৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৪২ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে