পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাবলা হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন দেবীগঞ্জ হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক হাসনাত তানজিলার মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হলে তিনি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাসমিনের গর্ভে একটি সন্তান রয়েছে, পজিশন ভালো রয়েছে।’
ওই চিকিৎসক তানজিলা এইচপিসি ডিএস (৫০০ এমজি) ইনজেকশন তাসমিনের শরীরে পুশ করেন। এরপর তাসনিমের জরায়ু থেকে পানি ও রক্ত পড়তে থাকে। এ নিয়ে তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওষুধ লিখে দেওয়া হয়েছে খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ওই চিকিৎসককে ফোন করা হলে তিনি রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
১৬ জুন উপায় না পেয়ে তাসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান ওই নারীর পেটে দুটো সন্তান রয়েছে এবং পানিস্বল্পতায় বাচ্চা দুটি মারা গেছে। তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁকে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পথেই ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে পেটে থাকা মৃত দুই সন্তানকে বের করা হয়। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের দাবি হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা ও চিকিৎসক তানজিলার ভুল চিকিৎসার কারণে বাচ্চা দুটি মারা গেছে। এ ঘটনায় আজ তাঁরা পঞ্চগড় সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ক্লিনিক মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করে বাসায় ফিরে যায়। পরে কী হয়েছে আমি জানি না। অভিযোগটি মিথ্যা।’
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. রেজাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাবলা হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন দেবীগঞ্জ হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক হাসনাত তানজিলার মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হলে তিনি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাসমিনের গর্ভে একটি সন্তান রয়েছে, পজিশন ভালো রয়েছে।’
ওই চিকিৎসক তানজিলা এইচপিসি ডিএস (৫০০ এমজি) ইনজেকশন তাসমিনের শরীরে পুশ করেন। এরপর তাসনিমের জরায়ু থেকে পানি ও রক্ত পড়তে থাকে। এ নিয়ে তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওষুধ লিখে দেওয়া হয়েছে খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ওই চিকিৎসককে ফোন করা হলে তিনি রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
১৬ জুন উপায় না পেয়ে তাসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান ওই নারীর পেটে দুটো সন্তান রয়েছে এবং পানিস্বল্পতায় বাচ্চা দুটি মারা গেছে। তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁকে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পথেই ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে পেটে থাকা মৃত দুই সন্তানকে বের করা হয়। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের দাবি হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা ও চিকিৎসক তানজিলার ভুল চিকিৎসার কারণে বাচ্চা দুটি মারা গেছে। এ ঘটনায় আজ তাঁরা পঞ্চগড় সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ক্লিনিক মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করে বাসায় ফিরে যায়। পরে কী হয়েছে আমি জানি না। অভিযোগটি মিথ্যা।’
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. রেজাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে