ফুলবাড়ী ও নীলফামারী প্রতিনিধি
রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে দিনাজপুরের হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দিয়েছেন। প্রায় এক হাজার মোটরসাইকেলের বহরটির নেতৃত্বে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনাল অতিক্রম করেছে মোটরসাইকেলের বহরটি।
রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুদিনের ধর্মঘটের কারণে কোনো বাস, ট্রাক সড়কে না থাকায় বিকল্প হিসেবে এ পন্থা অবলম্বন করছেন বলে জানান বহরে অংশ নেওয়া পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
মোটরসাইকেল বহরে অংশ নেওয়া ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বহরে জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী, বিরামপুর ও পার্বতীপুরের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। দীর্ঘ ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে সমাবেশস্থলে পৌঁছানো সম্ভব হবে।
পৌর বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার বলেন, ‘সমাবেশস্থলে রাত্রিযাপন করবে নেতা-কর্মীরা। এ জন্য সকল কর্মীরা শুকনো খাবার, শীতের কাপড় ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছে।’
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেলের বহর রংপুর সমাবেশস্থলে যাওয়ার পথে কোনো বাধা এলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, অনেক নেতা-কর্মী এরই মধ্যে রংপুরে পৌঁছে গেছে। এছাড়া আজ রাতে ও কাল সকালে সমাবেশে যোগ দেবে হাজারো নেতা-কর্মী। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘটসহ কোনো বাধাই আটকাতে পারবে না। সব বাধাবিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। কালকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
নীলফামারী বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকে এ ধর্মঘট চলছে। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের এ সংগঠনটি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে দিনাজপুরের হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দিয়েছেন। প্রায় এক হাজার মোটরসাইকেলের বহরটির নেতৃত্বে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনাল অতিক্রম করেছে মোটরসাইকেলের বহরটি।
রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুদিনের ধর্মঘটের কারণে কোনো বাস, ট্রাক সড়কে না থাকায় বিকল্প হিসেবে এ পন্থা অবলম্বন করছেন বলে জানান বহরে অংশ নেওয়া পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
মোটরসাইকেল বহরে অংশ নেওয়া ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বহরে জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী, বিরামপুর ও পার্বতীপুরের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। দীর্ঘ ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে সমাবেশস্থলে পৌঁছানো সম্ভব হবে।
পৌর বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার বলেন, ‘সমাবেশস্থলে রাত্রিযাপন করবে নেতা-কর্মীরা। এ জন্য সকল কর্মীরা শুকনো খাবার, শীতের কাপড় ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছে।’
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেলের বহর রংপুর সমাবেশস্থলে যাওয়ার পথে কোনো বাধা এলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, অনেক নেতা-কর্মী এরই মধ্যে রংপুরে পৌঁছে গেছে। এছাড়া আজ রাতে ও কাল সকালে সমাবেশে যোগ দেবে হাজারো নেতা-কর্মী। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘটসহ কোনো বাধাই আটকাতে পারবে না। সব বাধাবিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। কালকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
নীলফামারী বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকে এ ধর্মঘট চলছে। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের এ সংগঠনটি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে