চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’
দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২১ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে