রংপুর প্রতিনিধি
ঘুম থেকে উঠে পান্তাভাত খেয়ে দিনমজুরির কাজে যান মুকুল হোসেন। বাসি বাসন পরিষ্কার করে চুলায় ভাতের হাঁড়ি বসান তাঁর স্ত্রী রওশন আরা। এরপর তরকারি প্রস্তুত করেন। এ সময় দেখেন ঘরে লবণ নেই। তাই পাশের বাড়িতে যান লবণ আনতে। সেখান থেকে বাড়ির আকাশে দেখতে পান আগুনের শিখা উঠছে। লবণ হাতে শঙ্কা মনে ছুটে আসেন বাড়ির দিকে। প্রতিবেশীদের সঙ্গে নেমে পড়েন আগুন নেভাতে। আগুন নেভানোর আগেই রওশন আরার সব শেষ। তিনটি ঘর, একটি গরু, আসবাবসহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ছোট জুম্মাপাড়া গ্রামে রওশন আরার বাড়িতে লাগা আগুনের দৃশ্যের বর্ণনা এভাবেই দেন প্রতিবেশী ফুলমতি বেগম।
ফুলমতি বেগম বলেন, ‘দেখতে দেখতে সউগ শ্যাষ হয়া গেল। কিছু পুড়া বাকি থাকিল না। আগুন রওশন আরাক শ্যাষ করি দেইল। এমনি কষ্ট, এ্যালা ছাওয়াগুলাক নিয়া আরও কষ্ট বাড়িল।’
পোড়া ভিটায় বিলাপ করতে করতে রওশন আরা বলেন, ‘এক চিমটি নুন (লবণ) মোর সংসার পুড়িল। নুন কোনা খুঁজার যায় মোর ঘর, গরু পুড়ি গেল। মুই এখন নিঃস্ব।’ ওই গ্রামের বাসিন্দা হাড়িয়ারকুঠি ইউনিয়নের ইউপি সদস্য সাজু মিয়া বলেন, ‘যখন আগুন লাগে তখন আমরা মাঠে আমন রোপণ করছিলাম। খবর পেয়ে ছুটে এসে সবাই আগুন নেভানোর কাজ শুরু করি। কিন্তু ততক্ষণে যা পোড়ার সব পুড়ে গেছে।’
অপর দিকে একই উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া গ্রামের বর্গাচাষি কালাম হোসেনের ঘরে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কালাম ও তাঁর ভাই নওশাদ হোসেনের তিনটি গরু, চারটি ছাগল, ধান, চালসহ চারটি ঘর পুড়ে যায়।
বালাপাড়া গ্রামের নওশাদ হোসেন বলেন, ‘ঘরোত চোর পড়লে কিছু বাঁচে। কিন্তু আগুন ধরলেও কিছুই থাকে না। শরীরোত যে কাপড় পড়ি আছি একনায় বাঁচিছে। আগুন ঘরের সাথে গরু-ছাগল, ধান-চাল সউগ পুড়ি ছাই করছে। আল্লাহর রহমত আছলো তকনে মধ্যে রাইতের আগুনোত জীবন বাঁচিছে।’
কালাম হোসেনের প্রতিবেশী খয়রন বেগম বলেন, ‘গভীর রাইত ঘুম কোনা কেবল ধরছে। তকনে ভাকাউ করি গোটায় দুনিয়া উজাল হইল। উঠি দেখি আগুন দাউ দাউ করি জ্বলোছে।’
ইকরচালী ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বালাপাড়া গ্রামে গিয়ে দেখি কালাম ও নওশাদের গরু-ছাগল ঘর পুড়ে গেছে। ইউএনও স্যারও পরিদর্শন করে গেছেন।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, দুটি অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানতে চাইলে ইউএনও রাসেল মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, ৫০ কেজি করে চাল ও ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে।’
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরিফুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাতে ইকরচালী ইউনিয়নের বালাপাড়া ও আজ রোববার সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ছোট জুম্মাপাড়া গ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
ঘুম থেকে উঠে পান্তাভাত খেয়ে দিনমজুরির কাজে যান মুকুল হোসেন। বাসি বাসন পরিষ্কার করে চুলায় ভাতের হাঁড়ি বসান তাঁর স্ত্রী রওশন আরা। এরপর তরকারি প্রস্তুত করেন। এ সময় দেখেন ঘরে লবণ নেই। তাই পাশের বাড়িতে যান লবণ আনতে। সেখান থেকে বাড়ির আকাশে দেখতে পান আগুনের শিখা উঠছে। লবণ হাতে শঙ্কা মনে ছুটে আসেন বাড়ির দিকে। প্রতিবেশীদের সঙ্গে নেমে পড়েন আগুন নেভাতে। আগুন নেভানোর আগেই রওশন আরার সব শেষ। তিনটি ঘর, একটি গরু, আসবাবসহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ছোট জুম্মাপাড়া গ্রামে রওশন আরার বাড়িতে লাগা আগুনের দৃশ্যের বর্ণনা এভাবেই দেন প্রতিবেশী ফুলমতি বেগম।
ফুলমতি বেগম বলেন, ‘দেখতে দেখতে সউগ শ্যাষ হয়া গেল। কিছু পুড়া বাকি থাকিল না। আগুন রওশন আরাক শ্যাষ করি দেইল। এমনি কষ্ট, এ্যালা ছাওয়াগুলাক নিয়া আরও কষ্ট বাড়িল।’
পোড়া ভিটায় বিলাপ করতে করতে রওশন আরা বলেন, ‘এক চিমটি নুন (লবণ) মোর সংসার পুড়িল। নুন কোনা খুঁজার যায় মোর ঘর, গরু পুড়ি গেল। মুই এখন নিঃস্ব।’ ওই গ্রামের বাসিন্দা হাড়িয়ারকুঠি ইউনিয়নের ইউপি সদস্য সাজু মিয়া বলেন, ‘যখন আগুন লাগে তখন আমরা মাঠে আমন রোপণ করছিলাম। খবর পেয়ে ছুটে এসে সবাই আগুন নেভানোর কাজ শুরু করি। কিন্তু ততক্ষণে যা পোড়ার সব পুড়ে গেছে।’
অপর দিকে একই উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া গ্রামের বর্গাচাষি কালাম হোসেনের ঘরে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কালাম ও তাঁর ভাই নওশাদ হোসেনের তিনটি গরু, চারটি ছাগল, ধান, চালসহ চারটি ঘর পুড়ে যায়।
বালাপাড়া গ্রামের নওশাদ হোসেন বলেন, ‘ঘরোত চোর পড়লে কিছু বাঁচে। কিন্তু আগুন ধরলেও কিছুই থাকে না। শরীরোত যে কাপড় পড়ি আছি একনায় বাঁচিছে। আগুন ঘরের সাথে গরু-ছাগল, ধান-চাল সউগ পুড়ি ছাই করছে। আল্লাহর রহমত আছলো তকনে মধ্যে রাইতের আগুনোত জীবন বাঁচিছে।’
কালাম হোসেনের প্রতিবেশী খয়রন বেগম বলেন, ‘গভীর রাইত ঘুম কোনা কেবল ধরছে। তকনে ভাকাউ করি গোটায় দুনিয়া উজাল হইল। উঠি দেখি আগুন দাউ দাউ করি জ্বলোছে।’
ইকরচালী ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বালাপাড়া গ্রামে গিয়ে দেখি কালাম ও নওশাদের গরু-ছাগল ঘর পুড়ে গেছে। ইউএনও স্যারও পরিদর্শন করে গেছেন।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, দুটি অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানতে চাইলে ইউএনও রাসেল মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, ৫০ কেজি করে চাল ও ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে।’
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরিফুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাতে ইকরচালী ইউনিয়নের বালাপাড়া ও আজ রোববার সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ছোট জুম্মাপাড়া গ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৬ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৭ ঘণ্টা আগে