রংপুর প্রতিনিধি
রংপুরের কোনো উৎসবে বা নির্বাচনে, শহর থেকে গ্রামে বছরজুড়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলের ব্যানার-ফেস্টুন ছেয়ে থাকে। বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়েও তিনি ছিলেন আলোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন মাঠে। সরকার পতনের পর আত্মগোপনে যান তিনি। কিন্তু রেহাই পাননি এই নেতা। শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে।
রংপুর সিটি বাজার এলাকায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় আজ বৃহস্পতিবার সকালে আদালতে তুষার কান্তি মণ্ডলের ১০ দিনের রিমান্ডে চায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তুষার কান্তি মণ্ডলের জন্য আমি জামিন চেয়ে আবেদন করেছিলাম। রিমান্ড না মঞ্জুর চেয়েছিলাম। কিন্তু আদালত তাঁর জামিনটা নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার ১৮ তম আসামি। তাঁকে আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান। এই ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলায় দায়ের করেন।
রংপুরের কোনো উৎসবে বা নির্বাচনে, শহর থেকে গ্রামে বছরজুড়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলের ব্যানার-ফেস্টুন ছেয়ে থাকে। বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়েও তিনি ছিলেন আলোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন মাঠে। সরকার পতনের পর আত্মগোপনে যান তিনি। কিন্তু রেহাই পাননি এই নেতা। শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে।
রংপুর সিটি বাজার এলাকায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় আজ বৃহস্পতিবার সকালে আদালতে তুষার কান্তি মণ্ডলের ১০ দিনের রিমান্ডে চায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তুষার কান্তি মণ্ডলের জন্য আমি জামিন চেয়ে আবেদন করেছিলাম। রিমান্ড না মঞ্জুর চেয়েছিলাম। কিন্তু আদালত তাঁর জামিনটা নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার ১৮ তম আসামি। তাঁকে আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান। এই ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলায় দায়ের করেন।
টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
৪ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
১৪ মিনিট আগেঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
৪১ মিনিট আগে