শীতের কারণে চুয়াডাঙ্গায় মাধ্যমিক বন্ধ থাকলেও খোলা প্রাথমিক স্কুল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২: ২৬
Thumbnail image

সর্বনিম্ন তাপমাত্রা গতকাল বুধবার দশ ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ায় চুয়াডাঙ্গার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা অফিস। তবে ‘সর্বোচ্চ’ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে বিদ্যালয় বন্ধের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে না বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। 

এর আগে গতকাল বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এদিন জেলার কোনো মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। বুধবার রাতে জেলা শিক্ষা অফিস বৃহস্পতিবারের জন্য সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

বুধবার জেলা সদরের হাটকালুগঞ্জে অবস্থিত চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই চুয়াডাঙ্গায় থেমে থেমে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। গত শুক্রবার ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ৯.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তাপমাত্রা সোমবার ও মঙ্গলবার কিছুটা বেড়ে ১০.৯ ও ১২.৬ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার তা আবার নেমে আসে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়। জেলা শিক্ষা অফিস থেকে এ ধরনের কোনো পত্র না পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেননি বলে জানান প্রতিষ্ঠান প্রধানেরা।

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় সাধারণ মানুষের বেড়েছে অস্বস্তি। ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে বিপাকে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা দেখে স্বস্তি পেলেও নির্দেশনার অস্পষ্টতা ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে না পৌঁছানোর কারণে চুয়াডাঙ্গার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল বুধবারও। শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা মন্ত্রণালয় দিলেও এ নির্দেশনা গতকাল বুধবার মানা হয়নি চুয়াডাঙ্গা জেলায়। শিক্ষার্থীদের কষ্ট বুঝতে পেরেও জেলা শিক্ষা অফিস থেকে কোনো নির্দেশনা না দেওয়ায় প্রতিষ্ঠান বন্ধ রাখেননি বলে জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। 

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন বলেন, এ ধরনের নির্দেশনার কথা শুনেছি। তবে জেলা শিক্ষা অফিসার থেকে নির্দেশনা দেয়নি বলে বুধবারও আমার প্রতিষ্ঠান খোলা ছিল। তবে বৃহস্পতিবার নির্দেশনা পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা জেলা শিক্ষা অফিস দিয়েছিলো না। তবে বুধবার রাতে নির্দেশনা পেয়ে রাতেই বৃহস্পতিবারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।’

চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস জাহান বলেন, টেলিভিশনে নির্দেশনার ব্যাপারে দেখেছিলাম। তবে জেলা শিক্ষা অফিস এ ধরনের কোনো নির্দেশনা না দেওয়ায় বুধবার বিদ্যালয় চালুই ছিল। রাতে মেসেজ পেয়ে বৃহস্পতিবারের জন্য বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে তাতে সর্বোচ্চ তাপমাত্রার কথা উল্লেখ আছে। স্পষ্ট করে বলা আছে, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সাময়িক বন্ধের সিদ্ধান্ত হতে পারে। তবে আমি খোঁজ নিয়েছি, চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রির নিচে নামেনি। সে জন্য এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

তবে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, জেলা প্রশাসক এবং মাধ্যমিকের উপপরিচালক মহোদয়ের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সামনে সপ্তাহে তাপমাত্রা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, বুধবার রাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ ছিল। এ ছাড়া আজ ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে সকাল ৮:১০ মিনিটে শেষ হয়েছে। মোট ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত