Ajker Patrika

চোখ রাঙাচ্ছে খোয়াই নদ, হবিগঞ্জে বন্যার শঙ্কা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৬: ৫১
চোখ রাঙাচ্ছে খোয়াই নদ, হবিগঞ্জে বন্যার শঙ্কা

ভারত থেকে নেমে আসা তীব্র পানির তোড়ে হু হু করে বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদের পানি। সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ ছুঁই ছুঁই করছে পানি। ফলে হবিগঞ্জ শহরসহ খোয়াই নদের দুই পারের মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একরামুল ইসলাম বলেন, খোয়াই নদের ভারতের প্রান্তে ত্রিপুরায় সাতটি গেট খুলে দেওয়ার খবর পেয়েছে পাউবো। যে কারণে পানির প্রবল প্রবাহ নেমে আসছে হবিগঞ্জের দিকে। আর হাওরের দিকে কয়েকটি বাঁধ দিয়ে পানি গিয়ে হাওর টইটম্বুর হয়ে পানি আর যাচ্ছে না। ফলে খোয়াই নদের দুই পারের জনপদই বন্যার ঝুঁকিতে পড়েছে।

পাউবোর দুপুর ১২টায় দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী খোয়াই নদের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৯৯, শায়েস্তাগঞ্জে ১২০ ও হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ছে খোয়াই নদে। ছবি: আজকের পত্রিকাপাউবোর পক্ষ থেকে জান-মাল রক্ষার্থে সবাইকে নির্দেশনা মেনে কাজ করতে বলা হয়েছে। তা ছাড়া বলা হয়েছে, সেনাবাহিনীর সহায়তা নিয়ে সচেতন সবাইকে একত্র হয়ে পাউবোকে সহায়তা করতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত