সিলেট প্রতিনিধি
কৃষি বিপণন অধিদপ্তর গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করলেও তা মানছেন না সিলেটের ব্যবসায়ীরা। তাঁরা আগের দামেই বিক্রি করছেন পণ্য। নতুন দামের বিষয়ে জানেন না বলে দাবি একাধিক ব্যবসায়ীর। প্রশাসন বলছে, ‘আমরা এখন ব্যবসায়ীদের বাজারদর সম্পর্কে জানাব। ১৯ তারিখের পর মোবাইল কোর্ট চালানো হবে।’
গতকাল শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করা হয়।
সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬৪ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আগের ৭৫০ টাকায়। এ ছাড়া খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম যথাক্রমে ১১০০ টাকা ও ২৩০ টাকা।
আর শসা ৭৫ থেকে ৮৫ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১৩০, পিঁয়াজ ১২০, লাউ ৪৫, শিম ৬০ থেকে ৭০, টমেটো ৬০ টাকা এবং বেগুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৩০ টাকা আর টমেটো ৪৫ টাকায় বিক্রির জন্য বলা হলেও তা মানছেন না ব্যবসায়ীরা।
পাঙাশ খুচরা বাজারে ১৮০.৮৭ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। কাতল ৩৫৩.৫৯ টাকা বেঁধে দিলেও ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মামুন নামে এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘পত্র-পত্রিকায় দেখলাম শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে আজ বাজারে এসে তার কোনো প্রতিফলন দেখছি না। সব পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। সরকারি আদেশ ব্যবসায়ীরা মানছেন না। নতুন দাম সম্পর্কে অনেক বিক্রতারাও জানেন না।’
অনেকেই বলছেন, এই দাম নাকি অন্যান্য এলাকার জন্য। সরকারের বেঁধে দেওয়া নতুন দাম সিলেটের বাজারে কার্যকর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
নগরের কাজিরবাজার এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়া বলেন, ‘পরিবহনের খরচ, জ্বালানি খরচ, মাছের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা দাম কমাতে পারছি না। মাছ, মাংসসহ অন্যান্য পণ্য সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আগের দামেরই বিক্রি করছি। প্রশাসন থেকে জারি করা নতুন নির্দেশনা আমরা জানি না। নতুন নির্দেশনা আসলে সেই দামে বিক্রি শুরু করব।’
কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মীর এনামুল ইসলাম বলেন, ‘আমরা এখন সব ব্যবসায়ীকে নতুন বাজারদর সম্পর্কে জানাচ্ছি। গতকাল শুক্রবার আমাদের মিটিং হয়েছে ডিসি অফিসে। আমরা ১৯ তারিখে একটি মিটিং করে তারপরে মোবাইল কোর্ট অভিযানে যাব।’
কৃষি বিপণন অধিদপ্তর গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করলেও তা মানছেন না সিলেটের ব্যবসায়ীরা। তাঁরা আগের দামেই বিক্রি করছেন পণ্য। নতুন দামের বিষয়ে জানেন না বলে দাবি একাধিক ব্যবসায়ীর। প্রশাসন বলছে, ‘আমরা এখন ব্যবসায়ীদের বাজারদর সম্পর্কে জানাব। ১৯ তারিখের পর মোবাইল কোর্ট চালানো হবে।’
গতকাল শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করা হয়।
সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬৪ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আগের ৭৫০ টাকায়। এ ছাড়া খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম যথাক্রমে ১১০০ টাকা ও ২৩০ টাকা।
আর শসা ৭৫ থেকে ৮৫ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১৩০, পিঁয়াজ ১২০, লাউ ৪৫, শিম ৬০ থেকে ৭০, টমেটো ৬০ টাকা এবং বেগুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৩০ টাকা আর টমেটো ৪৫ টাকায় বিক্রির জন্য বলা হলেও তা মানছেন না ব্যবসায়ীরা।
পাঙাশ খুচরা বাজারে ১৮০.৮৭ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। কাতল ৩৫৩.৫৯ টাকা বেঁধে দিলেও ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মামুন নামে এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘পত্র-পত্রিকায় দেখলাম শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে আজ বাজারে এসে তার কোনো প্রতিফলন দেখছি না। সব পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। সরকারি আদেশ ব্যবসায়ীরা মানছেন না। নতুন দাম সম্পর্কে অনেক বিক্রতারাও জানেন না।’
অনেকেই বলছেন, এই দাম নাকি অন্যান্য এলাকার জন্য। সরকারের বেঁধে দেওয়া নতুন দাম সিলেটের বাজারে কার্যকর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
নগরের কাজিরবাজার এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়া বলেন, ‘পরিবহনের খরচ, জ্বালানি খরচ, মাছের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা দাম কমাতে পারছি না। মাছ, মাংসসহ অন্যান্য পণ্য সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আগের দামেরই বিক্রি করছি। প্রশাসন থেকে জারি করা নতুন নির্দেশনা আমরা জানি না। নতুন নির্দেশনা আসলে সেই দামে বিক্রি শুরু করব।’
কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মীর এনামুল ইসলাম বলেন, ‘আমরা এখন সব ব্যবসায়ীকে নতুন বাজারদর সম্পর্কে জানাচ্ছি। গতকাল শুক্রবার আমাদের মিটিং হয়েছে ডিসি অফিসে। আমরা ১৯ তারিখে একটি মিটিং করে তারপরে মোবাইল কোর্ট অভিযানে যাব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১০ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১৪ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৮ মিনিট আগে