Ajker Patrika

সুনামগঞ্জে যুবক খুনের ঘটনায় আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে যুবক খুনের ঘটনায় আটক ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁদের আটক করে পুলিশ। তবে এ ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।

আটক ব্যক্তিরা হলেন সিচনি এলাকার ইয়াসিন মুনশির ছেলে আব্দুল কাহহার (৫৫) ও গিয়াস উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক (২৩)।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুমন মিয়া (৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিচনি পয়েন্টের সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়ার (২৫) সঙ্গে একই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার জমি নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম ও তাঁর সহযোগী নাইম ছুরি দিয়ে রুমন ও পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত