Ajker Patrika

‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’ নামফলক খুলে ‘মতিগঞ্জ কলেজ’ বসালেন শিক্ষার্থীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’-এর নামফলক খুলে ফেলেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’-এর নামফলক খুলে ফেলেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’-এর নাম পরিবর্তনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। আজ সোমবার দুপুরে উপজেলার মতিগঞ্জ এলাকায় কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজের ফটক থেকে নামফলক খুলে সেখানে ‘মতিগঞ্জ কলেজ’ নামে একটি ব্যানার টাঙিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য নাম রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ নামাঙ্কিত করার সুপারিশ করেন তাঁরা।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, ‘শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গেছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি জেনেছি। মঙ্গলবার কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত