নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম। তিনি জানান, ‘একটু আগে আগুন লেগেছে ট্রেনের একটি বগিতে। কীভাবে, কেন আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা ওয়্যারহাউস ইন্সপেক্টর টিটব শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘৯টা ৩২ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট রওনা করি। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনেন। আমরা ধোঁয়া পরিষ্কার করেছি।’
টিটব শিকদার আরও বলেন, ‘ঢাকাগামী উপবন এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছে। কয়েকটি সিট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে এসি হিট হয়ে এই আগুন লাগতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ওয়্যারহাউস ইন্সপেক্টর।’
তবে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ‘আপনারা জানেন, বিএনপিসহ বিরোধীদের দেশব্যাপী বিভিন্ন ধরনের ঘোষণা আসছে। এর মধ্যে বড় একটি ঘোষণা হচ্ছে রাজপথ ও রেলপথ বন্ধ করা। এরই ধারাবাহিকতায় আমাদের জামালপুর, টাঙ্গাইলে বেশ কয়েকটি লাইনে আগুন দেওয়া হয়েছে। আমি মনে করি, এ ঘটনা এরই একটি অংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল কিংবা দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।’
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম। তিনি জানান, ‘একটু আগে আগুন লেগেছে ট্রেনের একটি বগিতে। কীভাবে, কেন আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা ওয়্যারহাউস ইন্সপেক্টর টিটব শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘৯টা ৩২ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট রওনা করি। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনেন। আমরা ধোঁয়া পরিষ্কার করেছি।’
টিটব শিকদার আরও বলেন, ‘ঢাকাগামী উপবন এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছে। কয়েকটি সিট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে এসি হিট হয়ে এই আগুন লাগতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ওয়্যারহাউস ইন্সপেক্টর।’
তবে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ‘আপনারা জানেন, বিএনপিসহ বিরোধীদের দেশব্যাপী বিভিন্ন ধরনের ঘোষণা আসছে। এর মধ্যে বড় একটি ঘোষণা হচ্ছে রাজপথ ও রেলপথ বন্ধ করা। এরই ধারাবাহিকতায় আমাদের জামালপুর, টাঙ্গাইলে বেশ কয়েকটি লাইনে আগুন দেওয়া হয়েছে। আমি মনে করি, এ ঘটনা এরই একটি অংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল কিংবা দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।’
মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৯ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৪ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১৯ মিনিট আগে