Ajker Patrika

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারে গত দুদিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, দুদিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুন নূর এবং কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি প্রমুখ।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত