Ajker Patrika

নির্বাচনে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে অর্থনীতিতে প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৪: ০৮
নির্বাচনে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে অর্থনীতিতে প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী

‘জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। প্রার্থীরা টাকা খরচ করে, বেচাকেনাও বাড়ে। তবে জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস-আদালতে হামলা, সড়কপথে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।’ বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বুধবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে মাছের পোনা অবমুক্ত করা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে। তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং, পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে গত ছয় মাস ধরে দেশের বাজারগুলো থেকে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। তবে হ্যাঁ, আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত