নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, সেটা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। সেই সক্ষমতাও আমাদের আছে।’

আজ শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান পুলিশ প্রধান।

আইজিপি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দেবেন বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি ঘন-ঘন হামলার ঘটনার বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা কাজ করছি; মাঝে-মাঝে যে ঘটনাগুলো সংগঠিত হচ্ছে এ গুলোর বিষয়ে আমরা সচেতন আছি এবং প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কাজ করছি এবং আশা করছি শিগগিরই এ বিষয়টির আরও উন্নতি হবে।

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সকলকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিরূপণে সক্ষম হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘গুজব নিরসনে পুলিশ কাজ করছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে সকল অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এ ছাড়া ঘটে যাওয়া এসব অগ্নিকাণ্ডের তদন্তও অব্যাহত রেখেছে পুলিশ। এসব ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

আইজিপি বলেন, ‘সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। একসময় টুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। মাননীয় প্রধানমন্ত্রী টুরিস্ট পুলিশ করেছে। টুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরও বাড়ানো হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পুলিশ লাইনসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২ টায় সিলেট বিভাগের সকল থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত