Ajker Patrika

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মা-ছেলে হলেন, গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও তাঁর ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)। তাঁরা পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের মা ও ভাই।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অনিমা চন্দ্র দেব বসত ঘরের বাথরুমে গোসল করতে যান। বাথরুমের ভেতরে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে যান নিপেশ। স্পর্শ করতেই তিনিও বিদ্যুতায়িত হন নিপেশ। পরে পরিবারের সদস্যরা মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত