সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০৯
Thumbnail image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জাতীয় নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে সংসদে আইন পাস করা আছে। দেশে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।’ 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনে মন্ত্রী এ কথা বলেন। বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। 

মন্ত্রী আরও বলেন, ‘আগের থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে, সেটা পূরণ হয়ে যাবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত