Ajker Patrika

প্রচণ্ড কুয়াশায় হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত
হবিগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসের দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা অজ্ঞাত দুজন পুরুষ নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

গোপলার বাজার তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) স্বাধীন চন্দ্র তালুকদার বলেন, মহাসড়কে প্রচণ্ড কুয়াশা হওয়ায় একটি চলন্ত ট্রাকের পেছনে লিমন পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের দুজন পুরুষ নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত দুজনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের বয়স ৩৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত