জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। আজ বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো উপজেলা। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাসে হাওরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই।
এদিকে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অটোরিকশাচালক খালেদ আহমদ আজকের পত্রিকাকে বলেন, গত দুই-তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় হেটলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার মধ্যে দুর্ঘটনা বেশি হয়।
এদিকে তীব্র শীতে জবুথবু হাওরপারের মানুষ। ঘন কুয়াশা ও শীতের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার নলুয়া হাওরের কৃষক রণধীন কান্ত দাস বলেন, আগামী বোরো ফসলের জন্য জমিতে চাষাবাদের উপযুক্ত সময় এখন। কিন্তু ঘনকুয়াশা ও শীতের তীব্রতার কারণে কৃষি কাজে বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘন কুয়াশা ও শীত কিছু বাড়লেও এখনো বোরো ধানের বীজতলার কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে আছে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। আজ বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো উপজেলা। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাসে হাওরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই।
এদিকে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অটোরিকশাচালক খালেদ আহমদ আজকের পত্রিকাকে বলেন, গত দুই-তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় হেটলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার মধ্যে দুর্ঘটনা বেশি হয়।
এদিকে তীব্র শীতে জবুথবু হাওরপারের মানুষ। ঘন কুয়াশা ও শীতের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার নলুয়া হাওরের কৃষক রণধীন কান্ত দাস বলেন, আগামী বোরো ফসলের জন্য জমিতে চাষাবাদের উপযুক্ত সময় এখন। কিন্তু ঘনকুয়াশা ও শীতের তীব্রতার কারণে কৃষি কাজে বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘন কুয়াশা ও শীত কিছু বাড়লেও এখনো বোরো ধানের বীজতলার কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে আছে।’
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ের একটি বহুতল ভবনের ১১ তলায় ছোট একটু ‘স্পেস’ ভাড়া নিয়ে অফিস শুরু করেছিলেন কামাল হোসেন। জামানত হিসেবে তিন মাসের অগ্রিম ভাড়া দিয়ে সাজসজ্জা করেন। একটি বছর পুরো না হতেই নতুন বছরের শুরুতে তাঁকে চার হাজার টাকা ভাড়া বাড়ানোর কাগজ ধরিয়ে দিয়েছেন...
৭ ঘণ্টা আগেদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পারে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। রাউজান অংশে ইটভাটার মাটির জোগান দিতে কাটা হচ্ছে নদীর পাড়। বিভিন্ন স্থান থেকে মাটি আনতে নদীতে ব্যবহার করা হচ্ছে যান্ত্রিক নৌকা। ভাটাগুলোর শ্রমিকেরা হালদায় মাছ শিকার করছেন—এসব কারণে হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্
৮ ঘণ্টা আগেফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। চুরির ঘটনায় বাঁধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেলাগামহীনভাবে সাবমারসিবল পাম্প বসিয়ে চলছে ভূগর্ভ থেকে পানি উত্তোলন। সরবরাহ লাইনে মোটর সংযোগ দিয়ে পানি টেনে নিয়ে ট্যাংকে ‘রিজার্ভ’ (সংরক্ষণ) করছেন বহুতল ভবনের মালিকেরা। সামর্থ্যবান ব্যক্তিদের এ রকম অনিয়মের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে যশোর পৌরসভার নাগরিকদের বড় একটি অংশ। বছরের পর বছর ধর
৮ ঘণ্টা আগে