নবীগঞ্জে লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১১: ১৫
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১১: ১৯
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লরির পেছনে ট্রাক ধাক্কা দিলে এর হেলপার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক ট্রাকের হেলপার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পানিউমদা এলাকার আব্দুল মোহাইমিন চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, পানিউমদা বাজার এলাকায় সিক্স লেনের জন্য ব্রিজের কাজ করা হচ্ছে। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ব্রিজের কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচালক দ্রুত পালিয়ে যান।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত