Ajker Patrika

কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ দাবিতে আজ সোমবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে নদীর পাড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। এতে পৃথক ব্যানারে জালালপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসা, পাইলগাঁও স্টুডেন্ট ইউনিয়ন, আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা, পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্যসহ এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার আগ্রাসী ভাঙনে চার গ্রামের বসতবাড়ি, সড়ক, বেড়িবাঁধ, কবরস্থান, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙন রোধে দ্রুত নদীর তীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত