নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই ও চাচা আহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত শিপনের ভাই খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া।
আহতের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুঁশিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া ও খুঁটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ সাত-আটজনের বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া, খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। ভবেরবাজার ব্রিজের কাছে পৌঁছাতেই রুবেল, সুমনসহ সাত-আটজন শিপন, খুঁটি ও জীবনের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনেরা। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই ও চাচা আহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত শিপনের ভাই খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া।
আহতের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুঁশিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া ও খুঁটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ সাত-আটজনের বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া, খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। ভবেরবাজার ব্রিজের কাছে পৌঁছাতেই রুবেল, সুমনসহ সাত-আটজন শিপন, খুঁটি ও জীবনের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনেরা। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ধান কর্তন কর্মসূচি পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম মেরামতের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কর্মকর্তারা উপদেষ্টাকে জানান, এটি এলজিইডির দায়িত্ব।
২ মিনিট আগেবৈরী আবহাওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এ জি এম আবদুস সালাম।
১২ মিনিট আগেআশিকুর রহমান আশিক যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। পরীক্ষা দিয়ে আশিক বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।
১৩ মিনিট আগেলামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে