মুনতাহা হত্যাকাণ্ড: থানা থেকে ছাড়া পাওয়ার ৩ দিন পর বৃদ্ধার মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২১: ১৮
মৃত কুতুবজান বিবি। ছবি: সংগৃহীত

সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার ঘটনায় দুই মূলহোতা শামীমা বেগম মার্জিয়ার নানি ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটভাইয়ের বাড়িতে মারা যান তিনি।

গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলে মেম্বারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, কুতুবজান বিবি এই মামলার আসামি নয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাঁকে রোববার ভোরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাঁকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘আলোচিত মুনতাহা হত্যা মামলার সব গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছেন।’

স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনার বয়স প্রায় ৯০ বছর হবে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার রাতে আমার জিম্মায় উনাকে ছেড়ে দেয়। পরে আমি খোঁজ নিয়ে ভাইদের কাছে দেই। যোহরের নামাজের পরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’

আরও পড়ৃন:

সিলেটে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহার

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত