হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত প্রদীপ সরকার (৩৫) জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে একটি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, অ্যানালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ এক বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থাকতেন। সেখানে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন স্টেরয়েড ইনজেকশন এবং বিভিন্ন বেনামি ওষুধ দেওয়া হতো।
গতকাল রোববার স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তাঁর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল, আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলাম। এছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত প্রদীপ সরকার (৩৫) জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে একটি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, অ্যানালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ এক বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থাকতেন। সেখানে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন স্টেরয়েড ইনজেকশন এবং বিভিন্ন বেনামি ওষুধ দেওয়া হতো।
গতকাল রোববার স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তাঁর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল, আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলাম। এছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৩৫ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৪০ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে