Ajker Patrika

হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয়, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয়, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ সরকার (৩৫) জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে একটি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, অ্যানালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ এক বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থাকতেন। সেখানে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন স্টেরয়েড ইনজেকশন এবং বিভিন্ন বেনামি ওষুধ দেওয়া হতো।

গতকাল রোববার স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তাঁর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল, আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলাম। এছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত