হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত প্রদীপ সরকার (৩৫) জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে একটি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, অ্যানালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ এক বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থাকতেন। সেখানে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন স্টেরয়েড ইনজেকশন এবং বিভিন্ন বেনামি ওষুধ দেওয়া হতো।
গতকাল রোববার স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তাঁর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল, আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলাম। এছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত প্রদীপ সরকার (৩৫) জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে একটি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, অ্যানালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ এক বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থাকতেন। সেখানে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন স্টেরয়েড ইনজেকশন এবং বিভিন্ন বেনামি ওষুধ দেওয়া হতো।
গতকাল রোববার স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তাঁর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল, আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলাম। এছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
প্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৩ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ অমান্য করে প্রতি সপ্তাহেই বসছে নবীগঞ্জের অবৈধ জনতার বাজার পশুর হাট। গত শনিবারও উপজেলার গজনাইপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বসেছে এই হাট। ডিসির নির্দেশ অমান্য করে এর আগেও তিনবার এ হাট বসানো হয়।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগে