সাংবাদিক তুরাব হত্যা: পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
Thumbnail image
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় এক পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন কনস্টেবল উজ্জল সিনহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার রাতে ঢাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আলোচিত এই মামলায় প্রথম কোনো আসামি গ্রেপ্তার হলো।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক মোহাম্মদ মোরসালিন বলেন, ‘কনস্টেবল উজ্জল সিনহাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে ৫ দিনের মঞ্জুর করেন আদালত।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর উজ্জ্বল ডিএমপিতে বদলি হয়ে চলে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের সাংবাদিকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে তদন্তও চলছে। আপনারা একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে।’

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই সিলেট নগরের বন্দরবাজারে গুলিতে আহত হন সাংবাদিক এ টি এম তুরাব। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ১৯ আগস্ট মামলা করেন নিহতের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

আদালতের নির্দেশে গত ৮ অক্টোবর মামলার নথিপত্র এসএমপির কোতোয়ালি থানা-পুলিশ পিবিআই-কে বুঝিয়ে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি এবং ১ জনকে আটক করেছি। সঠিকভাবে দ্রুত তদন্তকাজ শেষ করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত