একজন শিক্ষক দিয়ে চলছে সিলেট এমসি কলেজের পরিসংখ্যান বিভাগ, শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট প্রতিনিধি
Thumbnail image
সিলেটের এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে পরিসংখ্যান বিভাগ থেকে একটি র‌্যালি শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে। তারপর কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চতুর্থ বর্ষের জয়িতা বণিক, আশিষ সেন, কাব্য ওঝা, কুলসুম আক্তার, তৃতীয় বর্ষের তাহারিয়া ইয়ামিন অর্থি, প্রথম বর্ষের পাবেল মিয়া প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পরিসংখ্যান বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এখন প্রায় ২০টি ব্যাচ স্নাতক শেষ করতে যাচ্ছে। ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র চারটা পোস্ট। কিন্তু সে ক্ষেত্রে আমাদের মাত্র একজন শিক্ষক আছেন। অথচ অন্যান্য বিভাগে ১২ জন ১৩ জন করে শিক্ষক আছেন।

তাঁরা বলেন, শিক্ষক না থাকার কারণে রেজাল্টে বিপর্যয় দেখা দিচ্ছে প্রতিনিয়ত। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি শিক্ষক সংকট দূর করবেন।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে নতুন শিক্ষক নিয়োগ না দেওয়ায় মাত্র একজন শিক্ষক দিয়েই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। একজন শিক্ষক দিয়ে কোনোভাবেই একটি ডিপার্টমেন্ট চালানো সম্ভব না।

তিনি বলেন, এ বিভাগে শিক্ষক পদায়নের জন্য মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি ও পত্র পাঠানো হয়েছে। গত সপ্তাহেও সিনিয়র সচিব বরাবরে আবেদন করা হয়েছে। এখানে শিক্ষক পদায়নের পাশাপাশি নতুন করে শিক্ষকের পদ সৃষ্ট করে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত