অর্থনৈতিক ঝুঁকি নিয়ে সতর্কতা, শ্রীলঙ্কার বেল আউটের পর্যালোচনা আইএমএফের অনুমোদন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুন ২০২৪, ১২: ৪৪
Thumbnail image

শ্রীলঙ্কার ২৯০ কোটি ডলারের বেল আউটের দ্বিতীয় পর্যালোচনা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কিন্তু বৈশ্বিক ঋণদাতা এই সংস্থা সতর্ক করেছে যে, পুনরুদ্ধারের লক্ষণ থাকা সত্ত্বেও দেশটির অর্থনীতি এখনো দুর্বলই রয়ে গেছে এবং বিশাল অঙ্কের ঋণের বোঝা পুনর্গঠন করতে কলম্বোকে তারা আরও কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে আইএমএফ বলেছে যে, অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে প্রায় ৩৩ কোটি ৬০ লাখ ডলার দেবে তারা। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে আইএমএফ। সে সঙ্গে এটাও বলেছে যে, শ্রীলঙ্কার অর্থনীতি এখনো দুর্বল এবং ঋণের টেকসই ব্যবহার নিয়ে ঝুঁকি রয়ে গেছে।

নগদ অর্থের সংকটে জর্জরিত শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ সালে নেমে যায় পূর্বের যেকোনো সময়ের চেয়ে নিচে। ফলে, সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটে পড়েছিল দেশটি। দেশে ডলারের তীব্র ঘাটতির কারণে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় ৭০ শতাংশে, মুদ্রার মানের পতন ঘটে দ্রুত হারে। এ ঘটনা শ্রীলঙ্কার অর্থনীতিকে নিয়ে যায় ৭ দশমিক ৩ শতাংশ সংকোচনের দিকে।

গত বছরের মার্চে আইএমএফের বেল আউট শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থাকে কিছুটা স্থিতিশীল করতে সহায়তা করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে রুপির মান বেড়েছে ৭ শতাংশ এবং মে মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ।

শ্রীলঙ্কার অর্থ প্রতিমন্ত্রী শেহান সেমাসিংহে সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আইএমএফ কর্তৃক বেল আউটের দ্বিতীয় পর্যালোচনা অনুমোদন শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির অব্যাহত প্রতিশ্রুতিকে নির্দেশ করে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ।

দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে আইএমএফ এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কা অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করেছে, মুদ্রাস্ফীতি কমেছে, রাজস্ব সংগ্রহের উন্নতি হচ্ছে এবং রিজার্ভ জমা হতে চলেছে। তবে চলমান ঋণ পুনর্গঠন, রাজস্বের ব্যবহার, রিজার্ভ সঞ্চয় এবং ঋণ পুনরুদ্ধারের জন্য ব্যাংকগুলোর সক্ষমতা সম্পর্কিত বেশ কিছু দুর্বলতা এখনো সামগ্রিক পরিস্থিতিতে ঘোলাটে করে রেখেছে।

সামঞ্জস্যপূর্ণ নীতিগুলো অনুসরণ করা না হলে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কারের গতি হ্রাস পেতে পারে এবং তা থেকে সৃষ্ট সম্ভাব্য অভ্যন্তরীণ ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে আইএমএফ।

আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে বিরোধী দলগুলো বলেছে যে, তারা জয়ী হলে কর এবং আইএমএফের কর্মসূচির লক্ষ্যমাত্রা সম্পর্কিত বর্তমান সরকারের নীতি পর্যালোচনা করে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত