অনলাইন ডেস্ক
সদস্য দেশগুলোকে আলাদা আলাদাভাবে রাশিয়া থেকে গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাবও উত্থাপন করা হয়েছে। মূলত রাশিয়া ও বেলারুশ থেকে গ্যাসের ওপর নির্ভরতা কমাতে দেশগুলোকে এককভাবে কাজ করার স্বাধীনতা দিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ইইউ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, কেবল গ্যাস নয়, তরলীকৃত গ্যাস বা এলএনজি আমদানির ওপরও চাইলে দেশগুলো নিষেধাজ্ঞা দিতে পারবে। এমনকি সংশ্লিষ্ট দেশগুলো তাদের এলএনজি টার্মিনালগুলো ব্যবহার করা থেকেও রাশিয়া ও বেলারুশকে বাধা দিতে পারবে। যদিও চলতি বছরে, রাশিয়ার থেকে ইউরোপের দেশগুলোতে এলএনজির আমদানি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, খসড়া আইনে ইউরোপীয় কোম্পানিগুলোকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদ্যমান চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ দিচ্ছে।
খসড়া আইনের নথি অনুসারে, সদস্য রাষ্ট্রগুলো চাইলে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনার ক্ষেত্রে আংশিক বা যতটুকু প্রয়োজন এবং পুরোপুরি বন্ধ করতে পারবে কিংবা প্রয়োজনে নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়া বা বেলারুশের প্রতিষ্ঠানগুলো তাদের যেসব অবকাঠামো ব্যবহার করছে সেগুলো থেকে তাদের আংশিক বা যতটুকু প্রয়োজন এবং পুরোপুরিভাবে বহিষ্কার করতে পারবে।
গত বছরের তুলনায় চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে যথেষ্ট কম পাইপলাইনের গ্যাস কিনেছে। রাশিয়া ভিটিবি ব্যাংকের দেওয়া তথ্যানুসারে, চলতি বছর রাশিয়া পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২১ বিলিয়ন ঘনমিটার গ্যাস কিনেছে, যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ কম। ২০২১ সালের তুলনায় প্রায় ছয় গুণ কম।
উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্টে আজ শনিবার নতুন এই খসড়া আইনের বিষয়ে ভোটাভুটি হতে যাচ্ছে।
সদস্য দেশগুলোকে আলাদা আলাদাভাবে রাশিয়া থেকে গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাবও উত্থাপন করা হয়েছে। মূলত রাশিয়া ও বেলারুশ থেকে গ্যাসের ওপর নির্ভরতা কমাতে দেশগুলোকে এককভাবে কাজ করার স্বাধীনতা দিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ইইউ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, কেবল গ্যাস নয়, তরলীকৃত গ্যাস বা এলএনজি আমদানির ওপরও চাইলে দেশগুলো নিষেধাজ্ঞা দিতে পারবে। এমনকি সংশ্লিষ্ট দেশগুলো তাদের এলএনজি টার্মিনালগুলো ব্যবহার করা থেকেও রাশিয়া ও বেলারুশকে বাধা দিতে পারবে। যদিও চলতি বছরে, রাশিয়ার থেকে ইউরোপের দেশগুলোতে এলএনজির আমদানি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, খসড়া আইনে ইউরোপীয় কোম্পানিগুলোকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদ্যমান চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ দিচ্ছে।
খসড়া আইনের নথি অনুসারে, সদস্য রাষ্ট্রগুলো চাইলে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনার ক্ষেত্রে আংশিক বা যতটুকু প্রয়োজন এবং পুরোপুরি বন্ধ করতে পারবে কিংবা প্রয়োজনে নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়া বা বেলারুশের প্রতিষ্ঠানগুলো তাদের যেসব অবকাঠামো ব্যবহার করছে সেগুলো থেকে তাদের আংশিক বা যতটুকু প্রয়োজন এবং পুরোপুরিভাবে বহিষ্কার করতে পারবে।
গত বছরের তুলনায় চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে যথেষ্ট কম পাইপলাইনের গ্যাস কিনেছে। রাশিয়া ভিটিবি ব্যাংকের দেওয়া তথ্যানুসারে, চলতি বছর রাশিয়া পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২১ বিলিয়ন ঘনমিটার গ্যাস কিনেছে, যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ কম। ২০২১ সালের তুলনায় প্রায় ছয় গুণ কম।
উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্টে আজ শনিবার নতুন এই খসড়া আইনের বিষয়ে ভোটাভুটি হতে যাচ্ছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক এবং বেসিস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১ ঘণ্টা আগেদেশে গত বোরো মৌসুমের পরই বাড়তে থাকে চালের দাম। ক্রেতাদের আশা ছিল, আমন মৌসুম শুরু হলে দাম কমবে। কিন্তু আশা দুরাশাই রয়ে গেছে এখন পর্যন্ত। মোকামে আমন ধান আসতে শুরু করলেও চালের বাজারে খুব একটা প্রভাব নেই। শুধু তা-ই নয়, সরকার চাল আমদানির অনুমতি দিয়েও পণ্যটির দাম কমিয়ে আনতে পারছে না।
২ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
১১ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
১১ ঘণ্টা আগে