নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের উচ্চ মূল্যস্ফীতি মানুষকে পীড়া দেয়। যদিও মূল্যস্ফীতি ৬ থেকে ১০ শতাংশে রয়েছে। এটা শুধু দেশীয় সমস্যা নয়, সারা বিশ্বে মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে। এটা মূলত ডলারের দাম বাড়ার একটা পরোক্ষ ফল। এটা রাতারাতি সম্ভব নয়। আবার রিজার্ভে ডলারের সংকট, যা বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার জন্য ডলারের সংকট রয়েছে। তবে আস্তে আস্তে সহনীয়তার দিকে যাচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালে ডিসিসিআইর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, মূল্যস্ফীতি দেশের একটা বড় সমস্যা। সীমিত আয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। এখনো উচ্চ মূল্যস্ফীতি নিরসনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডলারের সরবরাহ বাড়ায় আমদানি বাড়বে, যা উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।
রিজার্ভের ইস্যু টেনে তিনি বলেন, ‘আমাদের আড়াই মাসের মজুত রিজার্ভ প্রয়োজন। সেখানে সাড়ে তিন মাসের মজুত রয়েছে। আর গত আড়াই বছরে জ্বালানি ও নিত্যপণ্যে আমদানির জন্য প্রায় ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছে। এসবের মূল উদ্দেশ্য ছিল দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।’
আশরাফ আহমেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তাদের ঋণ পেত নানা সমস্যা হয়। তাঁদের ঋণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। বিশেষ ব্যবস্থায় ঋণ দিলে তাঁরা উপকৃত হবেন। ঋণ পেতে কোনো ধরনের ভোগান্তি রাখা যাবে না। এ ছাড়া এসব খাতে দক্ষ মানুষের অভাব। শিক্ষাব্যবস্থার পরিবর্তন এনে তা পূরণ করতে হবে। তা না হলে চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে।
দেশের উচ্চ মূল্যস্ফীতি মানুষকে পীড়া দেয়। যদিও মূল্যস্ফীতি ৬ থেকে ১০ শতাংশে রয়েছে। এটা শুধু দেশীয় সমস্যা নয়, সারা বিশ্বে মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে। এটা মূলত ডলারের দাম বাড়ার একটা পরোক্ষ ফল। এটা রাতারাতি সম্ভব নয়। আবার রিজার্ভে ডলারের সংকট, যা বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার জন্য ডলারের সংকট রয়েছে। তবে আস্তে আস্তে সহনীয়তার দিকে যাচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালে ডিসিসিআইর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, মূল্যস্ফীতি দেশের একটা বড় সমস্যা। সীমিত আয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। এখনো উচ্চ মূল্যস্ফীতি নিরসনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডলারের সরবরাহ বাড়ায় আমদানি বাড়বে, যা উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।
রিজার্ভের ইস্যু টেনে তিনি বলেন, ‘আমাদের আড়াই মাসের মজুত রিজার্ভ প্রয়োজন। সেখানে সাড়ে তিন মাসের মজুত রয়েছে। আর গত আড়াই বছরে জ্বালানি ও নিত্যপণ্যে আমদানির জন্য প্রায় ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছে। এসবের মূল উদ্দেশ্য ছিল দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।’
আশরাফ আহমেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তাদের ঋণ পেত নানা সমস্যা হয়। তাঁদের ঋণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। বিশেষ ব্যবস্থায় ঋণ দিলে তাঁরা উপকৃত হবেন। ঋণ পেতে কোনো ধরনের ভোগান্তি রাখা যাবে না। এ ছাড়া এসব খাতে দক্ষ মানুষের অভাব। শিক্ষাব্যবস্থার পরিবর্তন এনে তা পূরণ করতে হবে। তা না হলে চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে।
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেদরপতনের কারণে দেশের পুঁজিবাজার আরও বেশি বিনিয়োগযোগ্য বা উপযোগী হয়েছে উঠেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ কারণে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিইরেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
১ ঘণ্টা আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
১৪ ঘণ্টা আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
১৪ ঘণ্টা আগে