নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও ৫৩টি মন্ত্রণালয়ের মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে মাত্র ৫ শতাংশ অগ্রগতিও দেখাতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪৩ কোটি ১৬ লাখ টাকা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৩টি প্রকল্পে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা থাকলেও এখনো কোনো অর্থ খরচ হয়নি। একই চিত্র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, যার বরাদ্দ ৭৫৪ কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ৩৫২টি। এর মধ্যে প্রথম পাঁচ মাসে বা নভেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র ১২ হাজার ২৩৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এডিপি বাস্তবায়নের গতি আরও কমিয়ে দিয়েছে। আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, চলমান প্রকল্পগুলোয় অর্থছাড় কম হওয়া এবং নতুন প্রকল্প পর্যালোচনা শেষ না হওয়ায় এই ধীরগতি দেখা যাচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতির অন্যতম কারণ।
আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (৩৭.৬১ শতাংশ)। এর পরের অবস্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৩০.৮৮ শতাংশ) এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (২৭.৩০ শতাংশ)। অন্যদিকে বেশির ভাগ মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ১০-২৫ শতাংশের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমানোর ফলে এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক কারণেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।
দেশীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বাজেট ছিল অবাস্তব। অন্তর্বর্তী সরকার যদি বাজেটের আকার ২ দশমিক ৩ শতাংশ কমায়, তাহলে এডিপি বরাদ্দ ৮ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। বর্তমানে অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির কারণে এই ব্যয় সংকোচন ছাড়া আর কোনো বিকল্প নেই।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও ৫৩টি মন্ত্রণালয়ের মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে মাত্র ৫ শতাংশ অগ্রগতিও দেখাতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪৩ কোটি ১৬ লাখ টাকা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৩টি প্রকল্পে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা থাকলেও এখনো কোনো অর্থ খরচ হয়নি। একই চিত্র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, যার বরাদ্দ ৭৫৪ কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ৩৫২টি। এর মধ্যে প্রথম পাঁচ মাসে বা নভেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র ১২ হাজার ২৩৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এডিপি বাস্তবায়নের গতি আরও কমিয়ে দিয়েছে। আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, চলমান প্রকল্পগুলোয় অর্থছাড় কম হওয়া এবং নতুন প্রকল্প পর্যালোচনা শেষ না হওয়ায় এই ধীরগতি দেখা যাচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতির অন্যতম কারণ।
আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (৩৭.৬১ শতাংশ)। এর পরের অবস্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৩০.৮৮ শতাংশ) এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (২৭.৩০ শতাংশ)। অন্যদিকে বেশির ভাগ মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ১০-২৫ শতাংশের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমানোর ফলে এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক কারণেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।
দেশীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বাজেট ছিল অবাস্তব। অন্তর্বর্তী সরকার যদি বাজেটের আকার ২ দশমিক ৩ শতাংশ কমায়, তাহলে এডিপি বরাদ্দ ৮ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। বর্তমানে অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির কারণে এই ব্যয় সংকোচন ছাড়া আর কোনো বিকল্প নেই।
বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় দেশের জনগণের দীর্ঘদিনের একটি বড় প্রশ্নের উত্তর মিলেছে—এই সরকার কত দিন ক্ষমতায় থাকবে। তাঁর দেওয়া সময়সীমা অনুযায়ী, ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের মাঝামাঝি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেবর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই অর্থায়নের গুরুত্ব অপরিসীম। টেকসই এবং সবুজ অর্থায়নে বিনিয়োগের মাধ্যমে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা ও মাটির লবণাক্ততা ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায়। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগু
৩ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—জাঙ্গালিয়া (গ্যাসভিত্তিক, ৩৩ মেগাওয়াট) এবং মদনগঞ্জ (এইচএফও-ভিত্তিক, ১০২ মেগাওয়াট)—উৎপাদন বন্ধ হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেশ্বেতপত্রে উঠে এসেছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত চিত্র। দুর্নীতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা...
৬ ঘণ্টা আগে