Ajker Patrika

১০ বছরে এডিপি বাস্তবায়ন ৮৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১০ বছরে এডিপি বাস্তবায়ন ৮৫ শতাংশ

ঢাকা: বিগত ১০ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এ সময় মোট ১১ লাখ ৯৮ হাজার ১৮১ কোটি টাকার এডিপির বিপরীতে খরচ হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯৫২ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থ বছরে এডিপি বাস্তবায়ন সব চেয়ে কম ছিল। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ভোলা-৩ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

গত অর্থ বছরে এডিপি ৮০ দশমিক ৩৯ শতাংশ বাস্তবায়ন হয়। চলতি ২০২০-২১ অর্থ বছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৮ দশমিক ৩৬ শতাংশ। সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে কোভিড-১৯ এর কারণে বিশ্বের অন্যান্য দেশের কারণে চলতি ও বিগত অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হার কম।

সরকারি দলের সংসদ সদস্য ভোলা-৩ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী গত ১০ বছরের মধ্যে সব চেয়ে বেশি এডিপি বাস্তবায়িত হয়েছে ২০১৮-১৯ অর্থ বছরে। ওই অর্থ বছরে বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। অন্য অর্থ বছরগুলোর বাস্তবায়ন হার ছিল ৯০ শতাংশের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত