নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে তৎপরতা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা এ প্রক্রিয়ায় গতি ফেরাতে এখন সরকারের উচ্চপর্যায়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সড়ক পরিবহন, জ্বালানি ও রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রিজার্ভ চুরির ঘটনার সর্বশেষ অগ্রগতি ও বাকি অর্থ উদ্ধারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে দেশি–বিদেশি চক্রের সম্পৃক্তা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। সে জন্য প্রায় ৯ বছরেও মামলার তেমন অগ্রগতি হয়নি। বিশেষ মহল থেকে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ফিলিপাইন সরকার ২০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি প্রায় ৮১ মিলিয়ন ডলার ফেরত আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে চলমান মামলায় সেই অর্থ আটকে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন অর্থ ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অপরদিকে রিজার্ভ চুরির ঘটনায় চলমান মামলায় জিতে বাকি অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে গভর্নরের সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল সকালে বৈঠক করেছেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে তৎপরতা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা এ প্রক্রিয়ায় গতি ফেরাতে এখন সরকারের উচ্চপর্যায়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সড়ক পরিবহন, জ্বালানি ও রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রিজার্ভ চুরির ঘটনার সর্বশেষ অগ্রগতি ও বাকি অর্থ উদ্ধারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে দেশি–বিদেশি চক্রের সম্পৃক্তা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। সে জন্য প্রায় ৯ বছরেও মামলার তেমন অগ্রগতি হয়নি। বিশেষ মহল থেকে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ফিলিপাইন সরকার ২০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি প্রায় ৮১ মিলিয়ন ডলার ফেরত আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে চলমান মামলায় সেই অর্থ আটকে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন অর্থ ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অপরদিকে রিজার্ভ চুরির ঘটনায় চলমান মামলায় জিতে বাকি অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে গভর্নরের সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল সকালে বৈঠক করেছেন।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৭ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৮ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৮ ঘণ্টা আগে