নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তীব্র সংকট চলছে শিল্প খাতে। উৎপাদন চালিয়ে যেতে অনেক কারখানা ডিজেল ও সিএনজি কিনতে বাধ্য হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়।র বিকল্প জ্বালানি দিয়ে কোনোরকমে উৎপাদন চালু রাখলেও সময়মতো অর্ডারের পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক শিল্পমালিক।
এদিকে শিল্পকারখানার সংকট সামাল দিতে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে সরকার। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানা এবং জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানা।
নাম প্রকাশ না করার শর্তে পেট্রো-বাংলার এক কর্মকর্তা জানিয়েছেন, শিল্প খাত ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করার জন্য সার কারখানায় বন্ধ করা হয়েছে গ্যাসের সরবরাহ। স্পট মার্কেট কার্গো কেনার পর সরবরাহ বাড়লে সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।
তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসের অভাবে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক কারখানার মালিক ঠিকমতো বেতন দিতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে গাজীপুর ও আশুলিয়ার কিছু কিছু কারখানায় বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ মনে করে, যেকোনো মুহূর্তে বড় ধরনের শ্রমিক অসন্তোষ দানা বাঁধা এখন সময়ের ব্যাপার মাত্র। গত ৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লেখা চিঠিতে সংগঠনটি বলেছে, গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে গ্যাস কিনতে কারখানাভেদে দৈনিক ৩-১৫ লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
অন্যদিকে বিজিএমইএর আশঙ্কা, চলমান গ্যাস-সংকট দেশের সার্বিক রপ্তানি আয়কে সংকটে ফেলবে। এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস-সংকটের কারণে আমরা সবাই ভুগছি। তার মধ্যে নারায়ণগঞ্জে সংকটের মাত্রা বেশি। আমরা গ্যাসের বেশি দাম দিয়েও এখন নিরবচ্ছিন্ন সরবরাহ পাচ্ছি না। গ্যাস-সংকট তাড়াতাড়ি সুরাহা করা না হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সংকটে পড়ার সম্ভাবনা আছে।’
মূলত গত বছরের অক্টোবর থেকে দেশব্যাপী গ্যাস-সংকট দেখা দিতে শুরু করে। ডলার-সংকটের কারণে গত বছরের নভেম্বর থেকে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বন্ধ করে দেওয়ার পর থেকে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করে। এখন নিজস্ব উৎসের গ্যাস সরবরাহ করা হচ্ছে, তবে তা আগের তুলনায় কম।
পেট্রোবাংলা সূত্র বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বেশি। সরবরাহ ২৯০-৩০০ কোটি ঘনফুটের মতো হলেও তেমন সমস্যা হয় না। কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ২৫০ কোটি ঘনফুটের মতো।
গ্যাস-সংকটে খুব সমস্যায় থাকার কথা জানিয়েছেন গাজীপুরে চৌরাস্তায় অবস্থিত সুপারটেক্স ডিজাইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হান্নান। অনেকটা আক্ষেপের সুরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি অনেক আশা নিয়ে তৈরি পোশাকের কারখানা করেছি। আমার কারখানার যে সক্ষমতা, তাতে ১ হাজার ৫০০ শ্রমিক কাজ করতে পারে। কিন্তু গ্যাসের সরবরাহ না থাকায় কাজও কমে গেছে। শ্রমিকদের বিদায় জানাতে হচ্ছে। এখন নিবু নিবু করে ১০০ জন শ্রমিক নিয়ে চলছে কারখানা।’
গাজীপুরে চান্দনাভিত্তিক ওয়াইকে সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসুদ করিম বলেন, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎও এখন সমস্যা করছে। একদিকে বিদ্যুতের জন্য জেনারেটর চালাতে গিয়ে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। অন্যদিকে সরবরাহ গ্যাসের তিন গুণ বেশি টাকা দিয়ে কিনে সিএনজি ব্যবহার করতে হচ্ছে। ঠিকমতো পোশাক জাহাজীকরণ করতে এখন সমস্যা হচ্ছে।
তীব্র সংকট চলছে শিল্প খাতে। উৎপাদন চালিয়ে যেতে অনেক কারখানা ডিজেল ও সিএনজি কিনতে বাধ্য হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়।র বিকল্প জ্বালানি দিয়ে কোনোরকমে উৎপাদন চালু রাখলেও সময়মতো অর্ডারের পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক শিল্পমালিক।
এদিকে শিল্পকারখানার সংকট সামাল দিতে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে সরকার। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানা এবং জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানা।
নাম প্রকাশ না করার শর্তে পেট্রো-বাংলার এক কর্মকর্তা জানিয়েছেন, শিল্প খাত ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করার জন্য সার কারখানায় বন্ধ করা হয়েছে গ্যাসের সরবরাহ। স্পট মার্কেট কার্গো কেনার পর সরবরাহ বাড়লে সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।
তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসের অভাবে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক কারখানার মালিক ঠিকমতো বেতন দিতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে গাজীপুর ও আশুলিয়ার কিছু কিছু কারখানায় বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ মনে করে, যেকোনো মুহূর্তে বড় ধরনের শ্রমিক অসন্তোষ দানা বাঁধা এখন সময়ের ব্যাপার মাত্র। গত ৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লেখা চিঠিতে সংগঠনটি বলেছে, গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে গ্যাস কিনতে কারখানাভেদে দৈনিক ৩-১৫ লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
অন্যদিকে বিজিএমইএর আশঙ্কা, চলমান গ্যাস-সংকট দেশের সার্বিক রপ্তানি আয়কে সংকটে ফেলবে। এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস-সংকটের কারণে আমরা সবাই ভুগছি। তার মধ্যে নারায়ণগঞ্জে সংকটের মাত্রা বেশি। আমরা গ্যাসের বেশি দাম দিয়েও এখন নিরবচ্ছিন্ন সরবরাহ পাচ্ছি না। গ্যাস-সংকট তাড়াতাড়ি সুরাহা করা না হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সংকটে পড়ার সম্ভাবনা আছে।’
মূলত গত বছরের অক্টোবর থেকে দেশব্যাপী গ্যাস-সংকট দেখা দিতে শুরু করে। ডলার-সংকটের কারণে গত বছরের নভেম্বর থেকে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বন্ধ করে দেওয়ার পর থেকে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করে। এখন নিজস্ব উৎসের গ্যাস সরবরাহ করা হচ্ছে, তবে তা আগের তুলনায় কম।
পেট্রোবাংলা সূত্র বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বেশি। সরবরাহ ২৯০-৩০০ কোটি ঘনফুটের মতো হলেও তেমন সমস্যা হয় না। কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ২৫০ কোটি ঘনফুটের মতো।
গ্যাস-সংকটে খুব সমস্যায় থাকার কথা জানিয়েছেন গাজীপুরে চৌরাস্তায় অবস্থিত সুপারটেক্স ডিজাইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হান্নান। অনেকটা আক্ষেপের সুরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি অনেক আশা নিয়ে তৈরি পোশাকের কারখানা করেছি। আমার কারখানার যে সক্ষমতা, তাতে ১ হাজার ৫০০ শ্রমিক কাজ করতে পারে। কিন্তু গ্যাসের সরবরাহ না থাকায় কাজও কমে গেছে। শ্রমিকদের বিদায় জানাতে হচ্ছে। এখন নিবু নিবু করে ১০০ জন শ্রমিক নিয়ে চলছে কারখানা।’
গাজীপুরে চান্দনাভিত্তিক ওয়াইকে সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসুদ করিম বলেন, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎও এখন সমস্যা করছে। একদিকে বিদ্যুতের জন্য জেনারেটর চালাতে গিয়ে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। অন্যদিকে সরবরাহ গ্যাসের তিন গুণ বেশি টাকা দিয়ে কিনে সিএনজি ব্যবহার করতে হচ্ছে। ঠিকমতো পোশাক জাহাজীকরণ করতে এখন সমস্যা হচ্ছে।
বাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
২ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
৫ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৯ ঘণ্টা আগে‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্য
২০ ঘণ্টা আগে