প্রতিনিধি, শার্শা (যশোর)
আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটি উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শর্তসাপেক্ষে সচল রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে বাণিজ্য।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানি, রপ্তানি বন্ধ থাকায় সোমবার প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পার বন্দরে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্য দ্রব ছিল। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ পাট ও পাট জাতীয় পণ্য।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটি উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শর্তসাপেক্ষে সচল রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে বাণিজ্য।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানি, রপ্তানি বন্ধ থাকায় সোমবার প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পার বন্দরে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্য দ্রব ছিল। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ পাট ও পাট জাতীয় পণ্য।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে মনে করেন ইউরোনেক্সট প্রধান। তিনি বলেন, ‘এই অস্থির সময়ে মানুষ কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছে না। তাদের এই দুশ্চিন্তা অমূলক নয়।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাক) এবং বস্ত্র খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫–এ তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এই শিল্পটি গঠনে তিনি ১৯৯০–এর দশকে প্রথম বাংলাদেশে আসার পর...
৩ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কেটপ্লেস স্যারির (Sary) সঙ্গে একীভূত হয়েছে বাংলাদেশের মার্কেটপ্লেস শপআপ। দুটি প্রতিষ্ঠান মিলে নতুন গঠিত বাণিজ্যিক প্ল্যাটফর্ম এসআইএলকিউ (SILQ) ১১ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকার পতনের পর পুঁজিবাজার সংস্কারের উদ্দেশ্যে গত বছরের আগস্টে গঠন করা হয় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সংস্কার কাজে টাস্কফোর্সকে সহযোগিতার জন্য পরবর্তীতে গঠন করা হয় ‘ফোকাস গ্রুপ’। গ্রুপটিতে ১০ জন সদস্য রয়েছেন।
৬ ঘণ্টা আগে