মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট মওকুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৩
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৩
Thumbnail image
ফাইল ছবি

ভাড়া বৃদ্ধি না করে জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।

আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

ভ্যাট অব্যাহতির কারণ হিসেবে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন।

এসব দিক বিবেচনায় এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর (২০১২ সনের ৪৭ নম্বর আইন) ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।

আদেশটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশও দিয়েছে এনবিআর। বাংলাদেশ সরকারি ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে আদেশের ১০০ গেজেট কপি মুদ্রণ এবং মুদ্রিত কপি সরাসরি এনবিআরে সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে মেট্রোরেল সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল, যা সেবা গ্রহণকারী হিসেবে যাত্রীদের পরিশোধ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত