নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাড়া বৃদ্ধি না করে জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
ভ্যাট অব্যাহতির কারণ হিসেবে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন।
এসব দিক বিবেচনায় এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর (২০১২ সনের ৪৭ নম্বর আইন) ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।
আদেশটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশও দিয়েছে এনবিআর। বাংলাদেশ সরকারি ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে আদেশের ১০০ গেজেট কপি মুদ্রণ এবং মুদ্রিত কপি সরাসরি এনবিআরে সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে মেট্রোরেল সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল, যা সেবা গ্রহণকারী হিসেবে যাত্রীদের পরিশোধ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ভাড়া বৃদ্ধি না করে জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
ভ্যাট অব্যাহতির কারণ হিসেবে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন।
এসব দিক বিবেচনায় এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর (২০১২ সনের ৪৭ নম্বর আইন) ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।
আদেশটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশও দিয়েছে এনবিআর। বাংলাদেশ সরকারি ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে আদেশের ১০০ গেজেট কপি মুদ্রণ এবং মুদ্রিত কপি সরাসরি এনবিআরে সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে মেট্রোরেল সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল, যা সেবা গ্রহণকারী হিসেবে যাত্রীদের পরিশোধ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২০২৩ সালে অনৈতিক উপায়ে এনআরবিসি ব্যাংকের বাজেয়াপ্তযোগ্য ৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা...
২ ঘণ্টা আগেপছন্দের প্রতিষ্ঠানকে খেলাপি বিনিয়োগ প্রদান ও নিজের জামাতাকে ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিলের বিরুদ্ধে। এ অভিযোগের কারণে গত সোমবার নির্বাহী কমিটির...
২ ঘণ্টা আগেবাজারে চালের ঘাটতি নেই। ফলে চালের যে মূল্যবৃদ্ধি হয়েছে, তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে। ফলে চালের যে মূল্যবৃদ্ধি হয়েছে, তা অযৌক্তিক। সাময়িক মজুতদারির কারণে দাম বেড়েছে। চালের দাম নিয়ন্ত্রণে ব্যাপকভাবে আমদানির উদ্যোগ গ্রহণ করা..
৪ ঘণ্টা আগেব্রাজিলে কারখানা নির্মাণের জন্য অস্থায়ী ভিসায় শত শত চীনা শ্রমিক নিয়ে এসেছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। তাঁদের ব্রাজিলে দাসের মতো কাজ করানোর অভিযোগ উঠেছে। ডিসেম্বরে শ্রমিকদের উদ্ধার এবং তদন্ত শুরু হওয়ার...
৬ ঘণ্টা আগে