দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যায় প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। এর ফলে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখন সরকারকে বিপুল পরিমাণ চাল আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরে উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও দেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এতে অন্তত ৭৫ জন মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ। এতে বন্যা কবলিত অঞ্চলগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বন্যার কারণে ধান উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন—আর এ কারণে, সরকার দ্রুতই ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শিগগির বেসরকারি খাতকে এই চাল আমদানির অনুমতি দেওয়া হবে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে হিমশিম খাচ্ছে। বিগত কয়েক মাসে দ্রব্যমূল্য অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ যদি আমদানি বাড়ায় তাহলে ভারত চাল রপ্তানির ক্ষেত্রে বাধা তুলে নিতে পারে। বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ ভারত গত মাসে সিদ্ধ চাল রপ্তানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ কমিয়েছে।
তবে কেবল ধান নয়, বন্যার কারণে অন্যান্য ফসলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যার কারণে ২ লাখ টনেরও বেশি শাকসবজি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সরকারি হিসাব অনুসারে, এই বন্যার কারণে দেশব্যাপী মোট কৃষি ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।
বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ বাংলাদেশে। দেশের ১৭ কোটির বেশি মানুষের চাহিদার বিপরীতে বছরে ৪ কোটি টন চাল উৎপাদন করে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হয় এবং আমদানির ওপর নির্ভরতা বাড়ায়।
চলতি বছরের বন্যা জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কী ধরনের ক্ষতি হতে পারে তার একটি চিত্র তুলে ধরেছে। ২০১৫ সালে ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউটের বিশ্লেষণে অনুমান করা হয়েছিল যে, বাংলাদেশের বাংলাদেশে ৩৫ লাখ মানুষ প্রতিবছর নদীর কারণে সৃষ্ট বন্যার ঝুঁকিতে পড়ে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যার প্রভাব ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ধান উৎপাদন বাড়ানোর প্রসঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার মোহাম্মদ ইফতেখারুদ্দৌলা বলেন, ‘ক্রমবর্ধমান জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি জাতগুলোর পাশাপাশি আরও বন্যা ও খরা সহনশীল ফসলের জাত উদ্ভাবন অপরিহার্য।’ তিনি বলেন, ‘এই টেকসই ফসল উন্নয়নের জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এই কৃষিবিদ আরও বলেন, ‘বন্যা এবং খরা প্রতিরোধী বৈশিষ্ট্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আমরা কৃষকদের পরিবর্তনশীল আবহাওয়ার ধরনগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং কঠিন পরিস্থিতিতেও ফলন স্থিতিশীল করতে সাহায্য করতে পারি।’
দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যায় প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। এর ফলে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখন সরকারকে বিপুল পরিমাণ চাল আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরে উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও দেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এতে অন্তত ৭৫ জন মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ। এতে বন্যা কবলিত অঞ্চলগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বন্যার কারণে ধান উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন—আর এ কারণে, সরকার দ্রুতই ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শিগগির বেসরকারি খাতকে এই চাল আমদানির অনুমতি দেওয়া হবে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে হিমশিম খাচ্ছে। বিগত কয়েক মাসে দ্রব্যমূল্য অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ যদি আমদানি বাড়ায় তাহলে ভারত চাল রপ্তানির ক্ষেত্রে বাধা তুলে নিতে পারে। বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ ভারত গত মাসে সিদ্ধ চাল রপ্তানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ কমিয়েছে।
তবে কেবল ধান নয়, বন্যার কারণে অন্যান্য ফসলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যার কারণে ২ লাখ টনেরও বেশি শাকসবজি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সরকারি হিসাব অনুসারে, এই বন্যার কারণে দেশব্যাপী মোট কৃষি ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।
বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ বাংলাদেশে। দেশের ১৭ কোটির বেশি মানুষের চাহিদার বিপরীতে বছরে ৪ কোটি টন চাল উৎপাদন করে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হয় এবং আমদানির ওপর নির্ভরতা বাড়ায়।
চলতি বছরের বন্যা জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কী ধরনের ক্ষতি হতে পারে তার একটি চিত্র তুলে ধরেছে। ২০১৫ সালে ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউটের বিশ্লেষণে অনুমান করা হয়েছিল যে, বাংলাদেশের বাংলাদেশে ৩৫ লাখ মানুষ প্রতিবছর নদীর কারণে সৃষ্ট বন্যার ঝুঁকিতে পড়ে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যার প্রভাব ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ধান উৎপাদন বাড়ানোর প্রসঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার মোহাম্মদ ইফতেখারুদ্দৌলা বলেন, ‘ক্রমবর্ধমান জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি জাতগুলোর পাশাপাশি আরও বন্যা ও খরা সহনশীল ফসলের জাত উদ্ভাবন অপরিহার্য।’ তিনি বলেন, ‘এই টেকসই ফসল উন্নয়নের জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এই কৃষিবিদ আরও বলেন, ‘বন্যা এবং খরা প্রতিরোধী বৈশিষ্ট্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আমরা কৃষকদের পরিবর্তনশীল আবহাওয়ার ধরনগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং কঠিন পরিস্থিতিতেও ফলন স্থিতিশীল করতে সাহায্য করতে পারি।’
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
৭ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১৭ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে