বোয়িংয়ের শনির দশা কাটছে না, এবার মহাকাশে ভেঙে পড়ল স্যাটেলাইট

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ০১
Thumbnail image

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের নকশা ও তৈরি করা একটি যোগাযোগ স্যাটেলাইট কক্ষপথে ভেঙে পড়েছে। স্যাটেলাইটটির অপারেট, ইন্টেলস্যাট নিশ্চিত করেছে, সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। 

ইন্টেলস্যাট আরও বলেছে, তারা এ ঘটনার একটি ‘বিস্তৃত বিশ্লেষণ’ করার পদক্ষেপ নিয়েছে। 

সাম্প্রতিক সময়ে নতুন মডেলের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং তাদের একাধিক যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়। এ নিয়ে বহু দিক থেকে সংকটের মধ্যে রয়েছে বোয়িং। এর মধ্যে যুক্ত হয়েছে বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবসার কর্মীদের ধর্মঘট এবং স্টারলাইনার মহাকাশযানের ত্রুটি শনাক্ত। 

ইন্টেলস্যাট এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্যাটেলাইট নির্মাতা বোয়িং এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে তথ্য ও পর্যবেক্ষণ উপাত্ত বিশ্লেষণের জন্য সমন্বয় করছি।’ 

বোয়িং সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ইন্টেলস্যাটের বিবৃতির দিকে ইঙ্গিত করেছে। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাকাশ–ট্র্যাকিং ওয়েবসাইট স্পেসট্র্যাক এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। 

ওয়েবসাইটে একটি সতর্কতায় বলা হয়েছে, মার্কিন মহাকাশ দল বর্তমানে স্যাটেলাইটটির ‘প্রায় ২০টি টুকরো’ শনাক্ত করছে। 

এদিকে, দুজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা পড়েছেন। কারণ, তাঁরা যেই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে করে গত জুনে আইএসএসে গিয়েছিলেন, সেটি ফিরে আসার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

আগামী বছর ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের নির্মিত একটি মহাকাশযানে করে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। 

গত মাস থেকে বোয়িং আরও একটি ধর্মঘটের মুখোমুখি হয়েছে। বাণিজ্যিক উড়োজাহাজ তৈরির কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩০ হাজারের বেশি কর্মী ধর্মঘট করেছেন। 

আজ বুধবার কোম্পানির সর্বশেষ প্রস্তাবে ভোট দেবেন শ্রমিক ইউনিয়ন সদস্যরা। নতুন প্রস্তাবে আগামী চার বছরে ৩৫ শতাংশ বেতন বাড়ানোর কথাও রয়েছে। 

গত সপ্তাহে বোয়িং ঘোষণা করেছে, তারা নতুন করে ৩৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতে চায়। আগামী নভেম্বর থেকে কর্মী বাহিনীর প্রায় ১০ শতাংশ বা ১৭ হাজার কর্মী ছাঁটাই করা শুরু করবে বলেও জানিয়েছে বোয়িং। 

 ২০২১ সালে আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে গত জুলাইয়ের একটি প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কমপক্ষে ২৪ কোটি ৩৬ লাখ ডলার পরিশোধ করতে সম্মত হয় বোয়িং। 

এই স্থগিতাদেশ দুটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ সম্পর্কিত। এই মডেলের উড়োজাহাজ দুটি প্রায় একই রকম দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যায়। পাঁচ বছরেরও বেশি সময় আগে এ দুর্ঘটনায় ৩৪৬ জনের প্রাণহানি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত