এশিয়ায় হাইড্রোজেন জ্বালানি রপ্তানির পরিকল্পনা করছে রাশিয়া 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬: ২৫
Thumbnail image

চলতি দশকের শেষ দিকে বিশ্ববাজারে হাইড্রোজেন জ্বালানি রপ্তানি করতে চায় রাশিয়া। এ লক্ষ্যে দেশটি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে এই জ্বালানি রপ্তানি করা হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসাটম। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানির কুফলের কারণে ক্রমাগত ভুগছে, তখন নিরাপদ উৎস হিসেবে হাইড্রোজেন জ্বালানি হতে পারে অন্যতম বিকল্প। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, গাড়ির জ্বালানি, বাড়িঘর উষ্ণ রাখা ও শিল্পকারখানার জ্বালানি হিসেবেও হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে।

রোসাটমের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান ইভজেনি প্যাকারমানভ বলেছেন, ‘রোসাটমের জন্য হাইড্রোজেন জ্বালানি অন্যতম প্রাধান্য।’ তিনি জানান, রোসাটম হাইড্রোজেন জ্বালানি উৎপাদন, পরিবহন ও এর ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে। তিনি জানান, রোসাটম রাশিয়ার জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে একটি পাইলট প্রকল্প চালু করেছে।

প্যাকারমানভ বলেন, ‘শাখালিনের কাছে আমাদের বড় আকারের হাইড্রোজেন উৎপাদনের একটি প্রকল্প চালু করেছি এবং আমরা অল্প সময়ের মধ্যে এটি সম্পন্ন করার পরিকল্পনা করছি। আগামী পাঁচ বছরের ভেতরে এটি সম্পূর্ণ হবে। প্রকল্পটি অভ্যন্তরীণ ব্যবহার ও রপ্তানি উভয়ের ওপর দৃষ্টি রেখেই পরিচালনা করা হবে।’

হাইড্রোজেন জ্বালানির সম্ভাব্য রপ্তানি গন্তব্য মূলত এশিয়ার দেশগুলো। এ ক্ষেত্রে তিনি প্রধান দেশ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ শক্তিশালী বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত