অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, চলতি বছর শুধু মার্চেই ২ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে যুক্তরাজ্য, যা গত বছরের চেয়ে ৫২০ কোটি পাউন্ড বেশি। ১৯৯৩ সাল থেকে মাসিক রেকর্ড গণনা শুরুর পর মার্চে সর্বাধিক ঋণ নেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। তবে ধারণার চেয়ে গত বছর কম ঋণ নিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্বালানিতে প্রচুর পরিমাণে ব্যয় ও ঋণের উচ্চ সুদ সত্ত্বেও গত বছর ধারণার চেয়ে কম ঋণ নিয়েছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের ঋণের পরিমাণ ছিল মোট অর্থনীতির ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। তবে করোনার বছর ছাড়া, কেননা করোনার বছরে আরও বেশি পরিমাণে ঋণ নিতে হয়েছিল। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খরচ ও ট্যাক্স থেকে আয়ের মধ্যে ব্যবধান ছিল ১৩ হাজার ৯২০ কোটি ডলার। সরকারের পূর্বাভাসে বলা হয়েছিল, গত বছর ঋণের পরিমাণ হতে পারে ১৫ হাজার ২০০ কোটি পাউন্ড। সেই হিসাবে দেশটি ১ হাজার ২৮০ কোটি পাউন্ড কম ঋণ নিয়েছে।
চ্যান্সেলর জেরেমি হান্ট বলেছেন, এখন সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে সেই অঙ্কটিও বিশাল। তিনি বলেন, ‘আমরা বেকারত্বকে কমাতে পেরেছি এবং প্রতি পরিবারকে ৩ হাজার পাউন্ড করে দিতে পেরেছি। ঋণ কমানোর জন্য সরকারের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ট্যাক্স কমাতে বা ব্যয় বাড়াতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আগামী সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির এমপিদের থেকে ট্যাক্স কমানোর বিষয়ে চাপের মুখে রয়েছেন জেরেমি হান্ট। ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, চলতি বছর শুধু মার্চেই ২ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে যুক্তরাজ্য, যা গত বছরের চেয়ে ৫২০ কোটি পাউন্ড বেশি। ১৯৯৩ সাল থেকে মাসিক রেকর্ড গণনা শুরুর পর মার্চে সর্বাধিক ঋণ নেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। তবে ধারণার চেয়ে গত বছর কম ঋণ নিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্বালানিতে প্রচুর পরিমাণে ব্যয় ও ঋণের উচ্চ সুদ সত্ত্বেও গত বছর ধারণার চেয়ে কম ঋণ নিয়েছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের ঋণের পরিমাণ ছিল মোট অর্থনীতির ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। তবে করোনার বছর ছাড়া, কেননা করোনার বছরে আরও বেশি পরিমাণে ঋণ নিতে হয়েছিল। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খরচ ও ট্যাক্স থেকে আয়ের মধ্যে ব্যবধান ছিল ১৩ হাজার ৯২০ কোটি ডলার। সরকারের পূর্বাভাসে বলা হয়েছিল, গত বছর ঋণের পরিমাণ হতে পারে ১৫ হাজার ২০০ কোটি পাউন্ড। সেই হিসাবে দেশটি ১ হাজার ২৮০ কোটি পাউন্ড কম ঋণ নিয়েছে।
চ্যান্সেলর জেরেমি হান্ট বলেছেন, এখন সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে সেই অঙ্কটিও বিশাল। তিনি বলেন, ‘আমরা বেকারত্বকে কমাতে পেরেছি এবং প্রতি পরিবারকে ৩ হাজার পাউন্ড করে দিতে পেরেছি। ঋণ কমানোর জন্য সরকারের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ট্যাক্স কমাতে বা ব্যয় বাড়াতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আগামী সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির এমপিদের থেকে ট্যাক্স কমানোর বিষয়ে চাপের মুখে রয়েছেন জেরেমি হান্ট। ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
৬ ঘণ্টা আগেনভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
৮ ঘণ্টা আগে