নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করেছে ভারতীয় হ্যাকাররা। চলতি মাসে ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির খবর প্রকাশ করেছে ভারতীয় নিউজ পোর্টাল নর্থইস্ট নিউজ। তবে ওই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে।
মঙ্গলবার ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। এই প্রতিবেদনে ফের রিজার্ভ চুরি যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে।
এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। কিছু কর্মকর্তা সন্দেহ করছেন, রিজার্ভ চুরির পরিমাণ ‘এক অঙ্কের’ হতে পারে। এটি অন্যান্য সমস্যার সঙ্গে আমদানি বিল নিষ্পত্তিতে ‘চরম অসুবিধা’ সৃষ্টি করতে পারে।
এদিকে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল ১৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত দেড় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে ২০১৬ সালে ফিলিপাইনের হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরি করে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা ‘সফলভাবে’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গোপন রেখেছিলেন প্রায় এক মাস। তখনো সাংবাদিকদের কাছে রিজার্ভ চুরির ঘটনা ভুয়া দাবি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের রুদ্ধদার বৈঠক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করেছে ভারতীয় হ্যাকাররা। চলতি মাসে ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির খবর প্রকাশ করেছে ভারতীয় নিউজ পোর্টাল নর্থইস্ট নিউজ। তবে ওই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে।
মঙ্গলবার ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। এই প্রতিবেদনে ফের রিজার্ভ চুরি যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে।
এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। কিছু কর্মকর্তা সন্দেহ করছেন, রিজার্ভ চুরির পরিমাণ ‘এক অঙ্কের’ হতে পারে। এটি অন্যান্য সমস্যার সঙ্গে আমদানি বিল নিষ্পত্তিতে ‘চরম অসুবিধা’ সৃষ্টি করতে পারে।
এদিকে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল ১৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত দেড় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে ২০১৬ সালে ফিলিপাইনের হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরি করে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা ‘সফলভাবে’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গোপন রেখেছিলেন প্রায় এক মাস। তখনো সাংবাদিকদের কাছে রিজার্ভ চুরির ঘটনা ভুয়া দাবি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের রুদ্ধদার বৈঠক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
২ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
২ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে