নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস ট্যুরিজম। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছিল দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে। তবে ট্যুরিজমে ভর করে ঘুরে দাঁড়ানো পথে দেশটির অর্থনীতি। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিদেশি ঋণ পেয়েছে দেশটি। এতে দেশটির ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
এর প্রমাণ মিলেছে বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধের মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার পরিশোধ করে দেশটি। এর ফলে আমাদের দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
ঋণ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আমরা প্রথম কিস্তির অর্থ ফেরত পেয়েছি। ৩০ আগস্ট আরও একটি কিস্তি পাওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা পুরো ঋণ এ বছরের মধ্যে পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’
তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নেয় শ্রীলঙ্কা। কিন্তু যথাসময়ে ফেরত দিতে পারেনি। এরপর কয়েক দফা সময় চায় দেশটি। উপায় না থাকায় বাংলাদেশও কয়েক দফা সময় দেয়। সর্বশেষ আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক। এবার ওয়াদা ঠিক রাখতে প্রথম কিস্তির অর্থ ফেরত দিল দেশটি।
এ প্রসঙ্গে পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নামার পর বিশ্বব্যাংক ও আইএমএফ হস্তক্ষেপ করে। আইএমএফ নতুন ঋণও দেয়। অপরদিকে সেখানে বৈদেশিক আয়ের অন্যতম উৎস ট্যুরিজম খাত ঘুরে দাঁড়ানোর পথে। অবস্থার উন্নতি হওয়ায় তারা ঋণের প্রথম কিস্তির ৫ কোটি ডলার ফেরত দিয়েছে। এটা বাংলাদেশের জন্য সুখবর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কাকে প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় একই বছরের ৩০ অক্টোবর। এরপর ৫ কোটি ডলার দেওয়া হয় নভেম্বরে। বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে তার সঙ্গে আড়াই শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত রোববার পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৯৩৭ কোটি ডলার (২৯ দশমিক ৩৭ বিলিয়ন) ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করতে গিয়ে ৬২৩ কোটি ৭৬ লাখ ডলার বাদ দেওয়া হয়েছে। সেই হিসাবে প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে চার মাসের মতো আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।
জানা গেছে, গত বছর শেষে শ্রীলঙ্কার মোট ৯ হাজার ৭০০ কোটি (৯৭ বিলিয়ন) ডলার ঋণের মধ্যে বিদেশি ঋণ ৫ হাজার ১০০ কোটি (৫১ বিলিয়ন) ডলার। মোট ঋণ জিডিপির ১১৯ শতাংশ। বিদেশি ঋণের মধ্যে আন্তর্জাতিক সভরেন বন্ডের (আইএসবি) ১ হাজার ১৮০ কোটি ডলার (৩৬.৪ শতাংশ), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ৪৬০ কোটি ডলার (১৪.৩ শতাংশ), জাপানের ১৮০ কোটি ডলার (১০.৯ শতাংশ) এবং চীনের ১৭০ কোটি ডলার (১০.৮ শতাংশ) এবং বাংলাদেশের ২০ কোটি ডলার (.০৪ শতাংশ প্রায়)।
শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস ট্যুরিজম। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছিল দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে। তবে ট্যুরিজমে ভর করে ঘুরে দাঁড়ানো পথে দেশটির অর্থনীতি। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিদেশি ঋণ পেয়েছে দেশটি। এতে দেশটির ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
এর প্রমাণ মিলেছে বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধের মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার পরিশোধ করে দেশটি। এর ফলে আমাদের দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
ঋণ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আমরা প্রথম কিস্তির অর্থ ফেরত পেয়েছি। ৩০ আগস্ট আরও একটি কিস্তি পাওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা পুরো ঋণ এ বছরের মধ্যে পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’
তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নেয় শ্রীলঙ্কা। কিন্তু যথাসময়ে ফেরত দিতে পারেনি। এরপর কয়েক দফা সময় চায় দেশটি। উপায় না থাকায় বাংলাদেশও কয়েক দফা সময় দেয়। সর্বশেষ আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক। এবার ওয়াদা ঠিক রাখতে প্রথম কিস্তির অর্থ ফেরত দিল দেশটি।
এ প্রসঙ্গে পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নামার পর বিশ্বব্যাংক ও আইএমএফ হস্তক্ষেপ করে। আইএমএফ নতুন ঋণও দেয়। অপরদিকে সেখানে বৈদেশিক আয়ের অন্যতম উৎস ট্যুরিজম খাত ঘুরে দাঁড়ানোর পথে। অবস্থার উন্নতি হওয়ায় তারা ঋণের প্রথম কিস্তির ৫ কোটি ডলার ফেরত দিয়েছে। এটা বাংলাদেশের জন্য সুখবর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কাকে প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় একই বছরের ৩০ অক্টোবর। এরপর ৫ কোটি ডলার দেওয়া হয় নভেম্বরে। বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে তার সঙ্গে আড়াই শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত রোববার পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৯৩৭ কোটি ডলার (২৯ দশমিক ৩৭ বিলিয়ন) ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করতে গিয়ে ৬২৩ কোটি ৭৬ লাখ ডলার বাদ দেওয়া হয়েছে। সেই হিসাবে প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে চার মাসের মতো আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।
জানা গেছে, গত বছর শেষে শ্রীলঙ্কার মোট ৯ হাজার ৭০০ কোটি (৯৭ বিলিয়ন) ডলার ঋণের মধ্যে বিদেশি ঋণ ৫ হাজার ১০০ কোটি (৫১ বিলিয়ন) ডলার। মোট ঋণ জিডিপির ১১৯ শতাংশ। বিদেশি ঋণের মধ্যে আন্তর্জাতিক সভরেন বন্ডের (আইএসবি) ১ হাজার ১৮০ কোটি ডলার (৩৬.৪ শতাংশ), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ৪৬০ কোটি ডলার (১৪.৩ শতাংশ), জাপানের ১৮০ কোটি ডলার (১০.৯ শতাংশ) এবং চীনের ১৭০ কোটি ডলার (১০.৮ শতাংশ) এবং বাংলাদেশের ২০ কোটি ডলার (.০৪ শতাংশ প্রায়)।
মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাওরের মাছ প্রকৃতির দান। প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।’
৩২ মিনিট আগেডিজিটাল মার্কেটিং খাতে দক্ষতা উন্নয়ন এবং কার্যক্রম গতিশীল করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা গত বৃহস্পতিবার রাজধানীর বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত...
৩ ঘণ্টা আগেআমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে-আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে...
৮ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা। এর পরপরই কেনিয়ায় গ্রুপটির দুটি বড় প্রকল্প বাতিল হয়ে গেছে। যদিও আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
৯ ঘণ্টা আগে