নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের শুরুতে। আজ মঙ্গলবার আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ (গতকাল) আইএমএফের প্রতিনিধিদল এসেছিল। তাদের সঙ্গে ঋণ প্যাকেজ ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এটা পেয়ে যাব।’
সালেহউদ্দিন বলেন, ‘আমাদের স্থিতিশীলতা কিন্তু ফিরে আসছে। সম্পূর্ণ আসে নাই, তবে এখন সময় বিনিয়োগের। আপনারা দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেট আগের মতো ওঠানামা করছে না। ব্যাংকিং খাতের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা লাগছে। তবে ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক কিছুটা ফিরে আসছে। ইসলামী ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক। অন্য ব্যাংকগুলোও ধীরে ধীরে ফিরে আসবে।’
অতিরিক্ত ফান্ডের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘অতিরিক্ত ফান্ডের বিষয়ে আমরা আবার আলোচনা করে বলব। চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার তো প্রথম প্যাকেজের। কিন্তু সংস্কার করতে হলে আমাদের ফান্ড লাগবে। আমাদের অনেক কিছু সংস্কার করতে হচ্ছে, যেমন ব্যাংকিং খাত, রাজস্ব খাত। এগুলো করতে আমাদের ফান্ড লাগবে। বিভিন্ন সংস্থা থেকে আগামী জুনের মধ্যে ৬ বিলিয়ন ডলার পাব।’
এদিকে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগের ফলাফল পেতে সময় লাগবে ২০২৬ সাল পর্যন্ত। এ সময় মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করে ঢাকায় সফররত আইএমএফের প্রতিনিধিদল। তারা জানায়, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে থাকার কথা থাকলেও আছে সাড়ে ১১ শতাংশের বেশি।
হুসনে আরা শিখা বলেন, আইএমএফের দেওয়া সব শর্ত পূরণের কথা জানানো হয়েছে তাদের। সংস্থাটির ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের অগ্রগতির বিষয়ে জানতে তাদের এই সফর। আইএমএফের শর্ত হিসেবে জুড়ে দেওয়া নিট আন্তর্জাতিক রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য, রিজার্ভ মানি, কর রাজস্ব, অগ্রাধিকার সামাজিক ব্যয় এবং সরকারের মূলধন বিনিয়োগ বিষয়ে অগ্রগতিকে ইতিবাচক ভাবছে তারা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের শুরুতে। আজ মঙ্গলবার আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ (গতকাল) আইএমএফের প্রতিনিধিদল এসেছিল। তাদের সঙ্গে ঋণ প্যাকেজ ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এটা পেয়ে যাব।’
সালেহউদ্দিন বলেন, ‘আমাদের স্থিতিশীলতা কিন্তু ফিরে আসছে। সম্পূর্ণ আসে নাই, তবে এখন সময় বিনিয়োগের। আপনারা দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেট আগের মতো ওঠানামা করছে না। ব্যাংকিং খাতের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা লাগছে। তবে ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক কিছুটা ফিরে আসছে। ইসলামী ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক। অন্য ব্যাংকগুলোও ধীরে ধীরে ফিরে আসবে।’
অতিরিক্ত ফান্ডের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘অতিরিক্ত ফান্ডের বিষয়ে আমরা আবার আলোচনা করে বলব। চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার তো প্রথম প্যাকেজের। কিন্তু সংস্কার করতে হলে আমাদের ফান্ড লাগবে। আমাদের অনেক কিছু সংস্কার করতে হচ্ছে, যেমন ব্যাংকিং খাত, রাজস্ব খাত। এগুলো করতে আমাদের ফান্ড লাগবে। বিভিন্ন সংস্থা থেকে আগামী জুনের মধ্যে ৬ বিলিয়ন ডলার পাব।’
এদিকে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগের ফলাফল পেতে সময় লাগবে ২০২৬ সাল পর্যন্ত। এ সময় মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করে ঢাকায় সফররত আইএমএফের প্রতিনিধিদল। তারা জানায়, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে থাকার কথা থাকলেও আছে সাড়ে ১১ শতাংশের বেশি।
হুসনে আরা শিখা বলেন, আইএমএফের দেওয়া সব শর্ত পূরণের কথা জানানো হয়েছে তাদের। সংস্থাটির ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের অগ্রগতির বিষয়ে জানতে তাদের এই সফর। আইএমএফের শর্ত হিসেবে জুড়ে দেওয়া নিট আন্তর্জাতিক রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য, রিজার্ভ মানি, কর রাজস্ব, অগ্রাধিকার সামাজিক ব্যয় এবং সরকারের মূলধন বিনিয়োগ বিষয়ে অগ্রগতিকে ইতিবাচক ভাবছে তারা।
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৩ সালে সর্বোচ্চ ইএসজি (পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক) স্কোর অর্জনের স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক তথ্য সংস্থা ব্লুমবার্গ এই স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি আইডিএলসির টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
৪ ঘণ্টা আগেভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ালেও সরবরাহ বাড়েনি খুচরা ও পাইকারি বাজারে। এতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁরা বলছেন, মিলমালিকদের চাহিদা অনুসারে দাম বাড়ানোর পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ শুরু করেননি।
৪ ঘণ্টা আগেঢাকার ধানমন্ডি এলাকার সাত মসজিদ রোডে উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংকের ১৬৯ তম শাখা। যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সাত মসজিদ রোড শাখা চালু করা হয়েছে।
৪ ঘণ্টা আগেজাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শর্ত সাপেক্ষে আগাম করসহ মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাহাজশিল্পকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে ৮ ডিসেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ২৬ জুন পর্যন্ত
৪ ঘণ্টা আগে