নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) থেকে
পাবনার রূপপুরে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১ হাজার ২০০ মেগাওয়াট) আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের এ কথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
ড. শৌকত আকবর বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার জন্য সরকারের অন্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে আমরা আশা করছি—আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারব।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র আমূল বদলে যাবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে জাতীয় অর্থনীতিতে কমপক্ষে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে উত্তরবঙ্গে।’
ইয়াসেফ ওসমান বলেন, ‘উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখন তেলসহ অন্যান্য জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে দাম বেশি পড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। সেখানে নতুন করে শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধের জন্য রাশিয়ার পক্ষ থেকে দেশটির মুদ্রা রুবলে পরিশোধে চাপ দেওয়া হলেও বাংলাদেশ রুবল সংকটের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করে। পরে চীনা মুদ্রা ইউয়ানে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র থেকে বাধা আসে। রাশিয়াকে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধে সৃষ্টি হয় নতুন জটিলতা।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পেমেন্ট ইস্যুতে সারা দুনিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা তো দুনিয়া থেকে আলাদা না। বাট এনি ওয়ে পেমেন্ট ইস্যুর সমস্যাটা সমাধান করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। পেমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে।’
পাবনার রূপপুরে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১ হাজার ২০০ মেগাওয়াট) আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের এ কথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
ড. শৌকত আকবর বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার জন্য সরকারের অন্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে আমরা আশা করছি—আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারব।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র আমূল বদলে যাবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে জাতীয় অর্থনীতিতে কমপক্ষে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে উত্তরবঙ্গে।’
ইয়াসেফ ওসমান বলেন, ‘উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখন তেলসহ অন্যান্য জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে দাম বেশি পড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। সেখানে নতুন করে শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধের জন্য রাশিয়ার পক্ষ থেকে দেশটির মুদ্রা রুবলে পরিশোধে চাপ দেওয়া হলেও বাংলাদেশ রুবল সংকটের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করে। পরে চীনা মুদ্রা ইউয়ানে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র থেকে বাধা আসে। রাশিয়াকে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধে সৃষ্টি হয় নতুন জটিলতা।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পেমেন্ট ইস্যুতে সারা দুনিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা তো দুনিয়া থেকে আলাদা না। বাট এনি ওয়ে পেমেন্ট ইস্যুর সমস্যাটা সমাধান করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। পেমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে।’
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
৪ ঘণ্টা আগেনভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
৭ ঘণ্টা আগে