দুধ ও মাংস শিল্পকে টিকিয়ে রাখতে ভর্তুকি চান খামারিরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০: ১৪
Thumbnail image

দেশের দুধ ও মাংস শিল্পে সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন (ডিএফএফএ)। সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও খামারিরা উপেক্ষিত এবং নানা সংকটের মুখোমুখি হচ্ছে। 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।

মো. ইকবাল হোসেন বলেন, ‘দেশের তরল দুধ ও মাংসের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে বাণিজ্যিক খামার পরিচালনায় বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যয়, সরকারের ন্যায্য ভর্তুকির অভাব এবং বিদেশি ভর্তুকি পাওয়া পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা আমাদের বড় সমস্যা।’  

তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ও ভারতীয় খামারিরা যেখানে ৫০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান, সেখানে বাংলাদেশের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ ও মাংস উৎপাদন করছে 

সংবাদ সম্মেলনে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে আরও ছিল বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার প্রস্তাব, খামারিদের জন্য শুল্কমুক্ত গোখাদ্য আমদানির ব্যবস্থা এবং উন্নত বুল সিমেনের আমদানি করা। এ ছাড়া, এলএসডি এবং এফএমডি রোগ থেকে গবাদিপশুদের রক্ষায় সরকারি পদক্ষেপের ঘাটতি নিয়েও আলোচনা হয়। 

খামারিদের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব হিসেবে বলা হয়, দুধ ও মাংসের ন্যায্যমূল্যের নিশ্চয়তা প্রদান করা। দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে খামারিদের প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও নৈতিক সহায়তা দেওয়া। দেশীয় খামারিদের রক্ষায়, তাঁরা গুঁড়া দুধ আমদানিতে কর সমন্বয় করার দাবিও জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (ডিএফএফএ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, মো. ওমরসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত