নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুধ ও মাংস শিল্পে সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন (ডিএফএফএ)। সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও খামারিরা উপেক্ষিত এবং নানা সংকটের মুখোমুখি হচ্ছে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।
মো. ইকবাল হোসেন বলেন, ‘দেশের তরল দুধ ও মাংসের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে বাণিজ্যিক খামার পরিচালনায় বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যয়, সরকারের ন্যায্য ভর্তুকির অভাব এবং বিদেশি ভর্তুকি পাওয়া পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা আমাদের বড় সমস্যা।’
তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ও ভারতীয় খামারিরা যেখানে ৫০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান, সেখানে বাংলাদেশের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ ও মাংস উৎপাদন করছে
সংবাদ সম্মেলনে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে আরও ছিল বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার প্রস্তাব, খামারিদের জন্য শুল্কমুক্ত গোখাদ্য আমদানির ব্যবস্থা এবং উন্নত বুল সিমেনের আমদানি করা। এ ছাড়া, এলএসডি এবং এফএমডি রোগ থেকে গবাদিপশুদের রক্ষায় সরকারি পদক্ষেপের ঘাটতি নিয়েও আলোচনা হয়।
খামারিদের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব হিসেবে বলা হয়, দুধ ও মাংসের ন্যায্যমূল্যের নিশ্চয়তা প্রদান করা। দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে খামারিদের প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও নৈতিক সহায়তা দেওয়া। দেশীয় খামারিদের রক্ষায়, তাঁরা গুঁড়া দুধ আমদানিতে কর সমন্বয় করার দাবিও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (ডিএফএফএ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, মো. ওমরসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দেশের দুধ ও মাংস শিল্পে সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন (ডিএফএফএ)। সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও খামারিরা উপেক্ষিত এবং নানা সংকটের মুখোমুখি হচ্ছে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।
মো. ইকবাল হোসেন বলেন, ‘দেশের তরল দুধ ও মাংসের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে বাণিজ্যিক খামার পরিচালনায় বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যয়, সরকারের ন্যায্য ভর্তুকির অভাব এবং বিদেশি ভর্তুকি পাওয়া পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা আমাদের বড় সমস্যা।’
তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ও ভারতীয় খামারিরা যেখানে ৫০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান, সেখানে বাংলাদেশের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ ও মাংস উৎপাদন করছে
সংবাদ সম্মেলনে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে আরও ছিল বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার প্রস্তাব, খামারিদের জন্য শুল্কমুক্ত গোখাদ্য আমদানির ব্যবস্থা এবং উন্নত বুল সিমেনের আমদানি করা। এ ছাড়া, এলএসডি এবং এফএমডি রোগ থেকে গবাদিপশুদের রক্ষায় সরকারি পদক্ষেপের ঘাটতি নিয়েও আলোচনা হয়।
খামারিদের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব হিসেবে বলা হয়, দুধ ও মাংসের ন্যায্যমূল্যের নিশ্চয়তা প্রদান করা। দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে খামারিদের প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও নৈতিক সহায়তা দেওয়া। দেশীয় খামারিদের রক্ষায়, তাঁরা গুঁড়া দুধ আমদানিতে কর সমন্বয় করার দাবিও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (ডিএফএফএ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, মো. ওমরসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশনের নতুন সচিব হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার তাকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেপ্রায় এক মাস পর দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্যপদে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত সোমবার এ-সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগেগত পাঁচ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৩২ শতাংশ হলেও এ সময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে মাত্র ৬ থেকে ২২ শতাংশ। গড় মূল্যস্ফীতির তুলনায় সিগারেটের মূল্যবৃদ্ধি খুবই কম হওয়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এই পণ্য ক্রমেই সহজলভ্য হয়েছে। ফলে দেশে ধূমপানের হার কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করা
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের শুরুতে। আজ মঙ্গলবার আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২ ঘণ্টা আগে