আইএমএফের চাপে এবার কর সুবিধা কমানোর কথা ভাবছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ১৭
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন সহযোগী সংস্থার চাপে বাণিজ্যিক খাতে কর সুবিধা কমাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘সামনে অনেক বড় চ্যালেঞ্জ, আমাদের রাজস্ব বাড়াতে হবে। দেশের আয় বাড়াতে হবে। আমরা অনেক ঘাটতি বাজেট করেছি। অনেক ঋণ করতে হয়েছে। এগুলো এখন বোঝা হয়ে গেছে।’

আজ বৃহস্পতিবার ওয়ালটন আয়োজিত শিল্পমেলা ‘এটিএস এক্সপো-২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় করদাতাদের কর দেওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান এবং করদাতাদের হয়রানি বন্ধে সব উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

মো. আবদুর রহমান খান বলেন, ‘উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা বলেন আপনারা (এনবিআর) যে প্রতিবছর তিন থেকে সাড়ে তিন লাখ কোটি টাকা কর ছাড় দেন, এগুলো কমাতে হবে। এগুলো আমাদের দিতে হয়েছে। এগুলো না দিলে নতুন উদ্যোক্তারা বড় হতে পারত না। যেহেতু আমাদের বৈদেশিক বিনিয়োগ আনতে হয়, কর্মসংস্থান প্রয়োজন তাই অনেক ক্ষেত্রেই এই কর অব্যাহতি দিয়েছি। কিন্তু এখন এগুলো কমাতে হবে। এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। এখন আপনাদের কাছ থেকে বলিষ্ঠ সহযোগিতা নিতে হবে এবং এই কর অব্যাহতি কমাতে হবে বহুলাংশে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০২৫ সালের মার্চ থেকে একই জায়গা থেকে ব্যবসার সব নিবন্ধন সনদ পাওয়া যাবে। এ ছাড়া আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে নিয়ে আসব। আপনাদের ট্যাক্স দিতে যে তিক্ততা লাগে, সেটা যেন আর না লাগে। আর আপনারা যাঁরা বিনিয়োগকারী, তাঁরা সর্বদা নিরলসভাবে কাজ করেন বলে মনে করি।’

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি পাওয়ার আগে চলতি অর্থবছরে কর-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৬ শতাংশ বাড়ানোর কঠিন শর্তের মুখে পড়েছে এনবিআর। এর আগে, গত বুধবার ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এনবিআর চলতি অর্থবছরের জন্য আগের দেওয়া শর্ত শিথিল করে কর-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৪ শতাংশ বাড়ানোর সুযোগ চেয়েছিল। আইএমএফ সেই প্রস্তাবে রাজি হলেও গত ২০২৩-২৪ অর্থবছরেও এনবিআর শর্ত পূরণ করতে না পারায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাড়তি আরও শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট বাড়ানোর শর্ত জুড়ে দেয়। আগে শর্ত ছিল চলতি বছরে দশমিক ৫ শতাংশ বাড়ানো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত