নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।
বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।
বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনার দুয়ার হলো বিমা—যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বিমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে...
৪ ঘণ্টা আগে‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
৬ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
৬ ঘণ্টা আগে