নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেদরপতনের কারণে দেশের পুঁজিবাজার আরও বেশি বিনিয়োগযোগ্য বা উপযোগী হয়েছে উঠেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ কারণে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিইরেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
৩০ মিনিট আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
১৩ ঘণ্টা আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
১৩ ঘণ্টা আগে