দিনাজপুর প্রতিনিধি
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আসন্ন রমজানের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হবে। আমরা আশা করি, এ বছর খাদ্যমূল্যের দাম বাড়বে না। খেজুর ও ডালের দাম কমবে। তেলের দামও নেমে আসবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকেরা চালের দামের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাল আমদানি করছি। চট্টগ্রাম বন্দরে এ মুহূর্তে ৫০ হাজার টনের একটি চালের জাহাজ খালি হচ্ছে। আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না, ওপরেও ওঠাতে চাই না। কারণ, এমন নিচে নামাতে চাই না, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আবার এমন ওপরেও ওঠাতে চাই না, যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। যদিও এই ব্যালান্সটা করা খুব সহজ কাজ নয়। এটা একটা জটিল অঙ্ক। স্থানীয় মজুত বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আরও কয়েক লাখ টন চাল দেশে আসছে।’
টিসিবির কার্ড বিতরণ বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের এক কোটি লোকের যে টিসিবির ব্যবস্থা ছিল, সেটাকে আমরা প্রাথমিকভাবে ৫৭ লাখ নামিয়ে নিয়ে আসছি। এই ভেরিফাইড ৫৭ লাখের সঙ্গে আরও ৬ লাখ লোক যুক্ত হয়েছে। এর মধ্যে এখনো অনেক ধরনের ব্যত্যয় রয়েছে। একেকজনের নামে একাধিক কার্ড আছে। এই সিস্টেমকে সংস্কার করে যত দ্রুত সম্ভব কার্যকরী করার চেষ্টা করছি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আসন্ন রমজানের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হবে। আমরা আশা করি, এ বছর খাদ্যমূল্যের দাম বাড়বে না। খেজুর ও ডালের দাম কমবে। তেলের দামও নেমে আসবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকেরা চালের দামের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাল আমদানি করছি। চট্টগ্রাম বন্দরে এ মুহূর্তে ৫০ হাজার টনের একটি চালের জাহাজ খালি হচ্ছে। আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না, ওপরেও ওঠাতে চাই না। কারণ, এমন নিচে নামাতে চাই না, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আবার এমন ওপরেও ওঠাতে চাই না, যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। যদিও এই ব্যালান্সটা করা খুব সহজ কাজ নয়। এটা একটা জটিল অঙ্ক। স্থানীয় মজুত বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আরও কয়েক লাখ টন চাল দেশে আসছে।’
টিসিবির কার্ড বিতরণ বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের এক কোটি লোকের যে টিসিবির ব্যবস্থা ছিল, সেটাকে আমরা প্রাথমিকভাবে ৫৭ লাখ নামিয়ে নিয়ে আসছি। এই ভেরিফাইড ৫৭ লাখের সঙ্গে আরও ৬ লাখ লোক যুক্ত হয়েছে। এর মধ্যে এখনো অনেক ধরনের ব্যত্যয় রয়েছে। একেকজনের নামে একাধিক কার্ড আছে। এই সিস্টেমকে সংস্কার করে যত দ্রুত সম্ভব কার্যকরী করার চেষ্টা করছি।’
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রম সম্পন্ন হয়েছে প্যাকেজ-৮ এর আওতায়, যা ২০২৫ সালের ২ মার্চ সম্পাদিত হয়েছিল।
৫ মিনিট আগেচীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে। অর্থাৎ, স্থলবন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে আসে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।
১ ঘণ্টা আগেদেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ল। বোতলজাত তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলের এক উদ্যোক্তা পরিচালক নিজের নামে থাকা প্রতিষ্ঠানটির ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার এক ছেলে ও এক মেয়েকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে