বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
১ ঘণ্টা আগেসবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
১ ঘণ্টা আগেচিকিৎসা খাতে আগামী বছরগুলোতে বিশাল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের স্বাস্থ্য খাতের বাজার ২০৩৩ সালের মধ্যে ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং মানুষের স্বাস্থ্যসেবার প্রতি বাড়তি আগ্রহ এই খাতে বিপুল সম্ভাবনা তৈরি করছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এই সম্মেলনে অংশ নেওয়া অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আর বিনিয়োগে চুক্তি করেছে দুটি প্রতিষ্ঠান। এখন আগ্রহী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ চূড়ান্ত করতে রোডম্যাপ
৩ ঘণ্টা আগে